Chhattisgarh man swallows live chick in suspected occult practice and dies; Bird comes out alive

Chhattisgarh: মুরগির ছানা গিলে মৃত যুবক! ময়না তদন্তের সময় বেরল জ্যান্ত মুরগি!

জ্যান্ত মুরগির ছানা গিলে অকাল মৃত্যু হল বছর ৩৫-এর এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরের এক গ্রামে। তবে আশ্চর্যের বিষয় হল, যুবকের মৃত্যুর পর ময়নাতদন্তে তাঁর পেট থেকে বের হয় সেই মুরগিটি। যা যুবকের পেটের মধ্যে বহাল তবিয়তে জীবিত ছিল।

ছত্তিশগড়ের অম্বিকাপুরের ছিন্দকালো গ্রামের ঘটনা। যুবকের নাম আনন্দ যাদব (৩৫)। তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, স্নান করে বেরিয়েই অচৈতন্য হয়ে পড়েন তিনি। অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কী কারণে এই মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যুবকের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

তখনই স্পষ্ট হয় গোটা ঘটনা। দেখা যায় ২০ সেন্টিমিটার দৈর্ঘের একটি মুরগির ছানা গিলে ফেলেছিলেন আনন্দ। যা তাঁর শ্বাসনালি ও খাদ্যনালি রুদ্ধ করে দেয়। যার জেরেই এই মৃত্যু। যুবকের পেট থেকে জীবন্ত অবস্থাতেই বের করে আনা হয় মুরগিটি।হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তিনি সারা জীবনে ১৫ হাজারের বেশি ময়নাতদন্ত করেছেন। কিন্তু এমন ঘটনা আগে কখনও দেখেননি।

যদিও ওই যুবক কেন মুরগির ছানা গিলে ফেলেছিলেন তা এখনও স্পষ্ট নয়। গ্রামবাসীদের অনুমান, ওই যুবকের কোনও সন্তান নেই। যার জেরে মাঝে মধ্যেই তান্ত্রিকের কাছে যেতেন তিনি। অনুমান তান্ত্রিকের পরামর্শে এই কাণ্ড করে থাকতে পারেন যুবক।