Jaipur Accident: Gas-filled Tanker Hit by Car! Explosion Kills 11, Many Burned"

Jaipur Accident: গ্যাসভর্তি ট্যাঙ্কারে এসে গাড়ির ধাক্কা! বিস্ফোরণে মৃত ১১, অগ্নিদগ্ধ বহু

গ্যাসভর্তি ট্যাঙ্কারে এসে গাড়ির ধাক্কা লাগল(LPG truck crashes into vehicles)। সেখান থেকে শুরু হল গ্যাস লিক। কিছুক্ষণের মধ্যেই বিরাট বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে উঠল বিরাট এলাকা। এমনই হাড়হিম করা দৃশ্য ধরা পড়ল জয়পুর পেট্রল পাম্পের সিসিটিভিতে। শুক্রবার সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের এক পেট্রল পাম্পের কাছে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তার পরই জোরালো বিস্ফোরণ। প্রায় ৩০০ মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ আরও অনেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরের কাছে ভাঙ্করোডা এলাকায় ওই দুর্ঘটনায় কম করে ৪০ গাড়ি জ্বলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে স্থানীয় পুলিশ, দমকল, বিপর্যয় বাহিনীর আধিকারিকরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং ইতিমধ্যে নিকটবর্তী হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতেই পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে আরও বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা রয়েছে।