Mandarmani: TMC Leader of North 24 pargana mysteriously died at Mandarmani, girlfriend detained by Police

Mandarmani: হোটেলে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ, আটক বান্ধবী!

মন্দারমণি বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক তৃণমূল নেতার। শনিবার সকালে হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে। খুন না আত্মহত্যা, এখনও পরিষ্কার নয়। তবে মৃতের স্ত্রী খুনের অভিযোগ করছেন।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আবুল নাসার। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বেড়াতে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, ওই হোটেলে আবুলের পরিচিত দুই মহিলাও উঠেছিলেন। শুক্রবার এক মহিলা অসুস্থতার কারণে বাড়ি ফিরে গেলেও হোটেলে থেকে যান অন্য মহিলা। রাতে দু’জন এক রুমে ছিলেন। একসঙ্গে মদ্যপান করেন বলেও জানা গিয়েছে। পরে ওই মহিলাই আবুলকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার পর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে এসেছিলেন, তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকায় বাড়ি আবুলের। তাঁর স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান। আবুলও দীর্ঘ দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তাঁর পরিবার সূত্রের খবর। আবুলের মৃত্যসংবাদ বাড়িতে পৌঁছনোর পর খুনের অভিযোগ করছে পরিবার। তারা জানিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আবুল। তিনি আত্মহত্যা করতে পারেন না। যদিও মৃত্যুর নেপথ্যে কোনও রাজনৈতিক রং নেই বলে দাবি করেছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান। তিনি বলেন, ‘‘দলের একজন সক্রিয় সদস্য ছিলেন উনি। ওঁর মৃত্যুতে দলের বড় ক্ষতি হল।’’ তিনি পুলিশের তদন্তের উপরে আস্থা রাখছেন।

কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার বলেন, ‘এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একজন যুবক ও এক তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে এই ঘটনার পেছনে। তাই তদন্ত শেষের আগে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়।’