Manmohan Singh: PM Narendra Modi and other political leaders visits Manmohan Singh’s residence to pay last respect

Manmohan Singh: শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাড়িতে মোদী, সঙ্গী শাহ-নাড্ডা, পৌঁছলেন সনিয়া, রাহুলও

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গেই আজ বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান। আগামিকাল শেষকৃত্য হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মার্গে পৌঁছে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাও মনমোহনের বাড়িতে পৌঁছন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা।

মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তাঁর বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এ ছাড়াও অনেক বিজেপি নেতা তাঁর বাড়িতে পৌঁছেছেন। গিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও। পরে পৌঁছন রাহুল গান্ধী।

মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফর্নিয়ায় স্ট্যানফোর্ড ল’ স্কুলের অধ্যাপক। সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন। সেই কারণেই শেষকৃত্য হবে শনিবার। শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দফতরে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

৯২ বছর বয়সি মনমোহনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বৃহস্পতিবার। তাঁকে রাত ৮টা নাগাদ দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন।

মনমোহন সিংয়ের প্রয়াণে শোকে ডুবে গোটা বিশ্ব। আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, মালদ্বীপের মতো একাধিক দেশের প্রাক্তন মন্ত্রীরা শোকবার্তা পাঠিয়েছেন। আমেরিকার বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন জানান, ভারত-আমেরিকার বন্ধুত্ব গড়ে তোলার কারিগর হিসাবে মনমোহনকে মনে রাখবে ইতিহাস। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিভেন হার্পার, আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা-সকলেই শোকপ্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে।