BJP MP: Income Tax Raids at BJP's Former MLA's House, Cash, Gold, and Three Crocodiles Seized!

BJP MP: বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে আয়কর হানা, উদ্ধার নগদ, সোনা এবং তিনটি কুমির!

নগদ কোটি কোটি টাকা। বিপুল পরিমাণ সোনা। বেশ কয়েকটি বিদেশি গাড়ি। মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিংহ রাঠৌর এবং তাঁর ব্যবসায়িক সঙ্গী কেশরওয়ানির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর। গত রবিবার থেকেই তল্লাশি অভিযান চলছে এই দু’জনের বাড়িতে। তবে উল্লেখ্য বিষয়টি হল, বিজেপি বিধায়কের বাড়ির পুকুর থেকে তিনটি কুমিরও উদ্ধার হয়েছে।

বিজেপির প্রাক্তন বিধায়ক রাজেশ শর্মার বাড়িতে আয়কর বিভাগের একটি বড় অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে আয়কর দপ্তরের কর্মকর্তারা তার বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নগদ টাকা, সোনা এবং তিনটি কুমির উদ্ধার করেছেন। এই অভিযানটি দিল্লির কাছে তার বাংলোতে পরিচালিত হয়।

আয়কর বিভাগের কর্মকর্তারা জানান, তাদের অভিযানে প্রায় ৫ কোটি টাকা নগদ এবং কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে। এছাড়া, বাড়ির এক জায়গায় তিনটি কুমির পাওয়া যায়, যা বেআইনি ভাবে রাখা হয়েছিল। এসব কুমির সাধারণত বন্যপ্রাণী আইন অনুযায়ী রাখা নিষিদ্ধ।

রাজেশ শর্মা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা ও সোনা তার বৈধ উপার্জন থেকে এসেছে। তবে আয়কর দপ্তর তাদের তদন্তে সন্দেহ প্রকাশ করেছে যে, এই সম্পদ বৈধ উপার্জন থেকে আসেনি।

এই ঘটনাটি রাজ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং বিরোধী দলগুলো বিজেপির বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছে। তারা দাবি করছে, অবৈধ উপার্জনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আয়কর দফতর সূত্রে খবর, বিধায়কের বাড়ি থেকে নগদ তিন কোটি টাকা, কোটি কোটি টাকার গয়না এবং সম্পত্তির বহু নথি উদ্ধার করা হয়েছে। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, বাড়ির আশপাশেও তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় বাড়ির চত্বরে থাকা একটি পুকুর নজরে পড়ে। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু পুকুরের পাড়ে তিনটি কুমিরকে দেখেই আঁতকে ওঠেন তাঁরা। কুমির কোথা থেকে এল? এ প্রসঙ্গে জানার চেষ্টা করতেই তদন্তকারীরা চমকে ওঠেন। তাঁরা জানতে পারেন, ওই কুমিরগুলি বিধায়কের নিজের।