অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে পশ্চিমবঙ্গে বাণিজ্য পরিস্থিতির ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের প্রধান মুকেশ আম্বানি। মনে করিয়ে দিলেন, আগের মতো আগামী দিনেও কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব নিকট আত্মীয়ের মতো পাশাপাশি কাজ করবেন তিনি এবং তাঁর সংস্থা। পাশাপাশি, মোট পাঁচটি আলাদা বিষয়ে বিনিয়োগের কথাও ঘোষণা করেন মুকেশ আম্বানি। বক্তব্যের শেষে বিশ্বের বিভিন্ন সংস্থা ও শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগ করার আবেদনও করেন তিনি।
মুকেশ আম্বানি এ দিন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলা, মমতা দিদি মানে হৃদয় থেকে বাণিজ্য। মমতা দিদি দেশের অন্যতম দক্ষ প্রশাসক। তাঁর মুখ্যমন্ত্রিত্বে ব্যবসায়ীদের জন্য বাংলায় লাল গালিচা পাতা রয়েছে।’ অন্যান্য ব্যবসায়ীদের বিনিয়োগের আবেদনের সঙ্গে সঙ্গেই বাংলার জন্য এ দিন মুকেশ আম্বানির ঝুলিতে ছিল একাধিক ঘোষণা।
মোট পাঁচটি আলাদা আলাদা বিষয়ে বিনিয়োগের কথা বলেন মুকেশ আম্বানি। প্রথমেই তিনি বলেন, এ রাজ্যে মোট ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছিল রিলায়েন্স, আগামী দিনে সেই বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে এক লক্ষ কোটি টাকা করা হবে। এর পরেই পাঁচটি আলাদা বিষয়ের উল্লেখ করেন তিনি। প্রথমেই বলেন, জিও-এর কথা। মনে করিয়ে দেন, জিও যাত্রা শুরু করেছিল কলকাতা থেকে। তিনি মনে করেন, কলকাতা ও মমতা ব্যানার্জি সৌভাগ্য বয়ে এনেছে। সেই কারণে এ রাজ্যে ডিজিটাল পরিকাঠামো তৈরির বিষয়ে আরও বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস।
JSW group plans to invest ₹16,000 crore in a 1,600 MW power plant in Shalboni, Midnapore. The Group is also poised to double its investment should further opportunities arise, demonstrating its commitment to Bengal’s growth: Mr. @sajjanjindal, Chairman and Managing Director, JSW… pic.twitter.com/iXoUsQDc7Y
— Bengal Global Summit (@BengalSummit) February 5, 2025
ঘোষণা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে ও গবেষণার কাজে আরও বেশি করে বিনিয়োগ করবে রিলায়েন্স। একটি এআই ডেটা সেন্টার তৈরি করবে তাঁর সংস্থা। সেখানে উন্নততর এআই তৈরির কাজ করা হবে। বাংলার হস্তশিল্প ও বাংলার শাড়িকে বিশ্বের আরও কাছে পৌঁছে দিতে নয়া প্ল্যাটফর্মের ঘোষণা রিলায়েন্স কর্ণধারের। তিনি জানান, শীঘ্রই লন্ডন, নিউইয়র্ক, প্যারিসে ‘স্বদেশ’ স্টোর খুলতে চলেছে রিলায়েন্স। সেখানে বাংলার জামদানি, বালুচরি, তাঁত, কাঁথা শাড়ি, মসলিন, বিষ্ণুপুরী সিল্ক, তসর সিল্ক,বিষ্ণুপুরী সিল্ক, তসর সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক এবং জুট ও খাদির পণ্য রাখা হবে।
এ ছাড়া, রিটেল বা খুচরো ব্যবসার ক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণ বাড়াবে। এখন রাজ্যে মোট ১ হাজার ৩০০টি স্টোর রয়েছে, সেই সংখ্যাটি বাড়িয়ে করা হবে ১,৭০০। এ ছাড়াও, এ রাজ্যের একাধিক খাদ্য প্রক্রিয়াকরণ ও প্রস্তুতকারক সংস্থাতেও বিনিয়োগ করেছে রিলায়েন্স। আম্বানি উল্লেখ করেন, আনমোল রাজা, বিস্কফার্ম থেকে শুরু করে বিশ্ববাংলার মতো সংস্থার খাদ্য বিভাগে বিনিয়োগ করেছে তাঁর সংস্থা।
পরিস্থিতি বিচারে বিশ্বের সব পক্ষের নজর এখন সবুজ-শক্তির দিকে। আরও বেশি পরিমাণে সবুজ শক্তির বিকাশে অর্থাৎ গ্রিন এনার্জিতে বিনিয়োগের কাজ করবে রিলায়েন্স, কলকাতায় দাঁড়িয়ে সেকথাও বলেন মুকেশ। সৌর বিদ্য়ুতের প্রকল্পের আরও বিকাশের জন্য সোলার বাংলা প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। এ ছাড়াও, রিলায়েন্স ফাউন্ডেশনের হাতে কালীঘাট মন্দির পুনঃনির্মাণের কাজ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।