Bangladesh: Actress Meher Afroz Shaon detained

Bangladesh: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, আটক প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে বাংলাদেশের  অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। কোন অভিযোগে শাওনকে আটক করা হয়েছে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার প্রথম আলোকে বলেন, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। আপাতত তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলেই নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

১৮ ঘণ্টা আগে ‘ডিফেন্স পাকিস্তান’ নামের একটি এক্স হ্যান্ডলের পোস্ট ভাগ করে নেন নিজের সমাজমাধ্যমের পাতায়। শুধু তাই নয়, গত অগস্ট মাস থেকেই বিভিন্ন সময়ে সমাজমাধ্যমের পাতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন শাওন। একই ভাবে গত ৩ দিন আগেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিনেত্রী। সেই কারণেই কি তবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হল শাওনকে!

বুধবার রাতে বাংলাদেশের মানুষের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন বলে জানান হাসিনা। আওয়ামী লীগ এবং ছাত্র লীগের তরফে তার প্রচার করা হলে হাসিনা-বিরোধীরা ক্ষুব্ধ হন। রাতেই তাঁরা ধানমন্ডিতে মুজিবের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই ক্রেন নিয়ে গুঁড়িয়ে দেওয়ার হয় ধানমন্ডি ৩২।