বর্তমানে দেশে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে দিল্লিতে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনিই বর্তমানে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে এক বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রেখা গুপ্তাকে শপথবাক্য পাঠ করান উপরাজ্যপাল ভিকে সাক্সেনা।
২৭ বছর পরে দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে। এই বিজয়োৎসব উদযাপন করতে দিল্লির শপথগ্রহণ অনুষ্ঠানকে মেগা-শো হিসাবে তুলে ধরল বিজেপি। প্রধানমন্ত্রী তো বটেই সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একাধিক প্রথম সারির শিল্পপতি, সেলিব্রিটি, ফিল্মস্টারকেও শপথে আমন্ত্রণ জানানো হয়েছে।
Rekha Gupta CM Of Delhi Oath Ceremony In Present Of PM Shri Narendra Modi Ji in Delhi BJP | 🚩
दिल्ली की नई मुख्यमंत्री रेखा गुप्ता जी ने आज नरेंद्र मोदी जी की मौजूदगी में शपथ ली हे…!!! 🪷#RekhaGupta|#Cmrekhagupta|#DelhiCM|#BJPDelhi| pic.twitter.com/MZwP2cpUI7
— Omkar Ugale (@Omkarugale2811) February 20, 2025
বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং তাঁর মন্ত্রিসভার ছ’জন সদস্য উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে শপথবাক্য পাঠ করলেন রামলীলা ময়দানে। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন এ বারের বিধানসভা ভোটে নয়াদিল্লি আসনে আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো জাঠ নেতা প্রবেশ সাহিব সিংহ বর্মা, জনকপুরীর বিধায়ক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ‘অমিত শাহের ঘনিষ্ঠ’ আশিস সুদ, প্রভাবশালী শিখ নেতা তথা রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিংহ সিরসা। দলিত বিধায়ক (বাওয়ানা) রবীন্দ্র ইন্দ্রজ সিং, প্রাক্তন আপ মন্ত্রী তথা কারাওয়াল নগরের বিধায়ক কপিল মিশ্র, বিকাশপুরীর বিধায়ক তথা পুর্বাঞ্চলীয় রাজপুত জনগোষ্ঠীর নেতা পঙ্কজকুমার সিং-ও শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে।
প্রসঙ্গত, সাংবিধানিক বিধি অনুযায়ী, বিধানসভার বিধায়ক সংখ্যার মধ্যে মোট ১৫ শতাংশ মন্ত্রী হতে পারেন। ৭০ সদস্যের দিল্লি বিধানসভায় রেখাকে নিয়ে ১১ জনের মন্ত্রিসভা গঠিত হওয়ার সুযোগ আছে। ২০২০ সালে অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভায় ছিলেন ১০ জন।