Composer jeet ganguly and Director srijit mukherji tested positive for coronavirus

টলিউডেও করোনার হানা, আক্রান্ত সৃজিত-জিৎ, রয়েছেন আইসোলেশনে

করোনা আক্রান্ত হলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।  আপাতত দুজনেই আইসোলেশন রয়েছেন।

এদিন প্রথমে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান জিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। এখনও পর্যন্ত আমার অল্প উপসর্গ রয়েছে। তেমন কিছু অসুবিধা হচ্ছে না। নিজেকে আইসোলেট করে রেখেছি। চিকিৎসকরা যা পরামর্শ দিয়েছেন তাই মেনে চলছে। আপনাদের মধ্যে কেউ যদি গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসে থাকেন দয়া করে নিজের করোনা পরীক্ষা করিয়ে নিন।”

জিৎ গঙ্গোপাধ্যায়ের পরই সোশ্যাল মিডিয়ায় সৃজিত মুখোপাধ্যায় লেখেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। নিজেকে আইসোলেট করে রেখেছি। গত ৭২ ঘণ্টায় আমার সংস্পর্শে যাঁরা এসেছে, দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করান।”

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করেছে। কলকাতায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। এর মাঝে চিন্তা বাড়িয়েছে ওমিক্রনও (Omicron)। শনিবার বিকেলেরে স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, ইতিমধ্যে রাজ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫।  ৩১ ডিসেম্বর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) বোন চিত্রাঙ্গদার করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শতরূপা সান্যাল। কোভিডের কারণে চিত্রাঙ্গদার বিয়েও আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করেছে। কলকাতায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। এর মাঝে চিন্তা বাড়িয়েছে ওমিক্রনও (Omicron)। শনিবার বিকেলেরে স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, ইতিমধ্যে রাজ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫।  ৩১ ডিসেম্বর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) বোন চিত্রাঙ্গদার করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শতরূপা সান্যাল। কোভিডের কারণে চিত্রাঙ্গদার বিয়েও আপাতত স্থগিত রাখা হয়েছে।