ঘরে সুগন্ধির জন্য আমরা বাজার চলতি অনেকরকম এয়ার ফ্রেশনার কিনে আনি। কোনও কোনওটির দামও বেশি হয়। তার থেকে বরং আপনি ঘরেই আপনার পছন্দের এয়ার ফ্রেশনার (diy room freshener) বানিয়ে নিতে পারেন। বাড়িতে রুম ফ্রেশনার (diy room freshener) কীভাবে বানাবেন, তারই টিপস দিচ্ছি আমরা।
গোলাপের পাপড়ি (diy room freshener)
- শুকনো গোলাপের পাপড়ি
- এলাচ দানা
- শুকনো রোজমেরি
- শুকনো মশলা
- আপনার পছন্দমতো যে-কোনও এসেনশিয়াল অয়েল
গোলাপের পাপড়ি নিন। একটি বাটিতে ঢেলে নিন। এবার তার সঙ্গে এলাচের দানা, শুকনো মশলা যেমন স্টার অ্যানিজ, দারচিনি ইত্যাদি মেশান। সবশেষে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। ভাল করে মিশিয়ে নেবেন। আপনার রুম ফ্রেশনার (diy room freshener) তৈরি।
আরও পড়ুন: ঘরে থাকা আটা-ময়দা, সুজি-বেসনে পোকা ধরে যাচ্ছে? জানুন কী ভাবে আটকাবেন
এসেনশিয়াল অয়েল
- ২ কাপ জল
- ২০-৩০ ফোঁটা এসেনশিয়াল অয়েল
- ২ টেবিল চামচ বেকিং সোডা
- স্প্রে বোতল
একটি পাত্র নিন। তাতে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল অন্তত ২৫ ফোঁটা নিন। ল্যাভেন্ডার বা লেমন নিলেই বেশি ভাল হয়। তার মধ্য়ে মিশিয়ে দিন বেকিং সোডা। ভাল করে মিশিয়ে নিন। এরপর পরিমাণ মতো জল নিন। তার মধ্য়ে ওই বেকিং সোডা মিশিয়ে দিন। ভাল করে নাড়তে থাকুন। এরপর একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। মুখ ভাল করে বন্ধ করবেন। স্প্রে বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নেবেন। প্রতিবার ব্যবহারের আগে ঝাঁকিয়ে ব্যবহার (diy room freshener) করুন।
আরও পড়ুন: Christmas 2021: বড়দিনে বাড়ির ভোল বদলান রকমারী ফুল দিয়ে…