ঘরের ভেতর, বাসার ছাদে বা বারান্দার টবে রাখা গাছগুলো শীতেও জীর্ণ হয়ে যেতে পারে নিয়মিত যত্ন না নিলে। এই ঠাণ্ডা আবহাওয়ায় গাছের যত্নের জন্য রইল কিছু পরামর্শ
শীতে গাছেরও যত্নআত্তি প্রয়োজন ৯ টি বিশেষ যত্ন:
১। আপনার বারান্দায় বা বসার ঘরে থাকা টবের গাছগুলো যেন সূর্যের আলো থেকে কোনভাবেই বঞ্চিত না হয়। সকালের হালকা রোদে টবগুলোকে রাখুন। খেয়াল রাখবেন যেন সব গাছগুলোই রোদে থাকে।
২। খুব বেশি শীত পড়লে টব ঘরের ভেতরে রাখুন। দিনে রোদ উঠলে কেবল বাইরে রাখবেন।
৩। অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকুন। ক্যাকটাস বেশি পানি দিলে মরে যায়, বিশেষ করে শীতকালে। মাটি পরীক্ষা করেই কেবল জল দেবেন। মাটি যদি আর্দ্র থাকে তবে জল দেওয়ার প্রয়োজন নেই।
৪। গাছের পাতায় থাকা ধূলো-ময়লা পরিষ্কার-নরম কাপড় দিয়ে ঝেড়ে ফেলুন।
৫। জল দেওয়ার জন্য স্প্রে ব্যবহার করুন।
৬। কিছু প্রজাতির গাছ আছে যেগুলো শীতকালে সুপ্ত থাকে। যেমন ভোগেনভিলা, এই গাছটি শীতে তাপমাত্রা বেশি কমে গেলে মরে যায় এবং শীতে এটির সূর্যালোকের প্রয়োজন হয় না যেহেতু সুপ্ত অবস্থায় চলে যায়। ভোগেনভিলা গাছকে শীতে বাঁচাতে হলে আপনি গাছটির পাতাগুলো কেটে পরিষ্কার করে ফেলুন এবং টব সহ গাছ ঘরে নিয়ে আসুন অথবা মূলের কয়েক ইঞ্চি উপর থেকে কেটেও গাছকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে পারবেন,ইংরেজীতে যেটাকে ‘Pruning’ বলা হয়।
৭। ঘরে বসেই তৈরি করে ফেলুন সার। চা পাতা,ফেলে দেওয়া শাক-সবজির ছিলকা,ডিমের খোসা সব একসাথে করে একটি টবে রেখে পঁচিয়ে নিন। কিছুটা দূর্গন্ধ বের হবে, তারপর সেই সার গাছের গোড়ায় দিন।
৮। গাছের গোড়ায় পড়ে থাকা ঝরে যাওয়া পাতা সরিয়ে ফেলুন।
৯। পাতার রং হালকা হতে থাকলে জল দেওয়া বন্ধ রাখুন। মাটি শুকনো না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।