Yash-Mimi Greetings to Nusrat, the actress cut the cake in the middle of the night

Nusrat Jahan Bday: নুসরতকে শুভেচ্ছা যশ-মিমির, মাঝরাতে কেক কাটলেন অভিনেত্রী

আরও এক বছর পার করে ৩২-এ পা দিলেন ‘বার্থ ডে’ গার্ল নুসরত জাহান। মা হওয়ার পর প্রথম জন্মদিন পালন করছেন নায়িকা নুসরত। মাঝরাত থেকেই শুরু হয়ে গেল সেলিব্রেশন। যদিও তা খুব ছিমছাম ভাবে।

এদিন নুসরতের জন্য এসেছিল সাদা রঙের টু টায়ার কেক। তাতে লেখা ‘হ্যাপি হার্থ ডে নয়না’। আর কেকের গায়ে একটা ছোট্ট পরী। যার কোলে শুয়ে আছে এক সদ্যোজাত।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

প্রসঙ্গত, নুসরতকে পরিবার নয়না নামেই ডাকে। এদিন বিনা মেকআপেই দেখা মিলল ঈশানের মায়ের। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। ইন্সটা স্টোরিতে নিজেদের সেলফি পোস্ট করে শুভেচ্ছা জানান নুসরতকে।

আরও পড়ুন: Gehraiyaan: জন্মদিনে ভক্তদের উপহার, নতুন ছবির পোস্টার শেয়ার করলেন দীপিকা

শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। ইন্সটা স্টোরিতে নিজেদের ছবির কোলাজ সাজিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। ইন্সটা স্টোরিতে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। ‘মাই বেবি’ লিখে নুসরতকে ভালোবাসায় ভরান তনুশ্রী।

নুসরতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ইন্সটা স্টোরিতে ‘বিউটিফুল নুসরত জাহান, হ্যাপি বার্থ ডে’ লিখে দু’জনের সেলফি পোস্ট করেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, এবারের জন্মদিনের উপহার তিনি আগেই পেয়ে গিয়েছেন। আর যা তাঁর কাছে সবচেয়ে সেরা। সেটা হল ছেলে ঈশান।

আরও পড়ুন: সব ভাল জিনিসেরই সমাপ্তি আছে…পঞ্জাব ভোটের আগেই বড় সিদ্ধান্ত টুইট সোনু সুদের