Bikaner Express Accident: Death toll rises to 9, Rescue work is going on

Bikaner Express Accident: মৃতের সংখ্যা বেড়ে ৯, কুয়াশা উপেক্ষা করে চলছে উদ্ধারকাজ

বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের ময়নাগুড়ির কাছে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস উল্টে লাইনচ্যুত হয় বেশ কয়েকটি বগি। সরকারি সূত্র অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। জখম এখনও পর্যন্ত ৪২। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাতভর উদ্ধারকাজ চলার পর ভোরের ঘন কুয়াশাতেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বল–এর জওয়ানরা। দুমড়ে মুচড়ে যাওয়া এবং লাইনের পাশে উল্টে থাকা ট্রেনের কামরাগুলি ক্রেনের সাহায্যে এক এক করে সরানোর কাজ চলছে। পাশাপাশি, কামরার ভিতরে আর কেউ আটকে আছে কি না, তা ভাল করেও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা বলেন, ‘‘দুর্ঘটনার কারণ এখনই বলা যাবে না। কমিশনার অব রেলওয়ে সেফটি আসার পরেই সবটা জানা যাবে।’’

আরও পড়ুন: পুরুলিয়ায় কৃষককে পিষে মারল মত্ত হাতি

ভোরেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী বার্লা। আজকে সকালেই ঘটনাস্থলে যাওয়ার কথা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবেরও। বৃহস্পতিবার রাতই হাওড়া থেকে ময়নাগুড়িগামী বিশেষ ট্রেনে রওনা দেন তিনি। অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে থাকবেন রেল বোর্ডের চেয়ারম্যান-সহ অন্যান্য আধিকারিকরা।

শুক্রবার ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলিকে লাইন থেকে সরানো কাজ৷ দুর্ঘটনার জেরে লাইনের যেমন ক্ষতি হয়েছে, তেমনই ওভার হেডের তারও ছিঁড়ে গিয়েছে৷ তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেলকর্মীরা৷ রেলে তরফে ইঞ্জিনিয়ার এবং রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন৷ সেই সঙ্গে রেলের ক্রেন দুর্ঘটনাস্থলে নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগিগুলিকে সরানো হয় একে একে৷

আরও পড়ুন: West Bengal BJP: নোটিস দিয়ে রাজ্য বিজেপি-র সব সেল ও বিভাগ ভেঙে দিলেন সভাপতি সুকান্ত