This time in Bengal, ‘Duare Pithe’, the dudh puli-patisapta will come home as soon as you order

বাংলায় এবার ‘দুয়ারে পিঠে’, অর্ডার দিলেই বাড়িতে আসবে দুধ পুলি-পাটিসাপটা

সংক্রান্তি কি তবে পিঠে ছাড়াই কাটবে? দূর, তাও কি সম্ভব? ভিড় এড়িয়ে বাড়ি বসে যাতে নিশ্চিন্তে পিঠেপ্রেমীরা পিঠের স্বাদ ভোগ করতে পারেন, তারই ব্যবস্থা করল বঙ্গের এক মিষ্টান্ন ভান্ডার।

নবান্ন (Nabanna) থেকে ঢিল ছোঁড়া দূরত্বের ব্যাতাই মিষ্টান্ন ভান্ডারের সৈকত পাল জানিয়েছেন, “আমজনতার জন্য আমরা নিয়ে এসেছি দুয়ারে পিঠে (Duare Pithe) প্রকল্প। এক ফোনে আমাদের অর্ডার দিতে পারবেন ক্রেতারা। বাড়িতে গিয়ে আমরাই পৌঁছে দিয়ে আসব বাহারি পিঠে-পুলি, পায়েসের সম্ভার। যাতে রয়েছে পাটিসাপটা, দুধ পুলি, মালপোয়াও।”

আরও পড়ুন: আমারও মনে হয়, গ্রুপ লেফট করি…কেন এরকম বললেন দিলীপ ঘোষ?

আহা, মকর সংক্রান্তিতে ভোজনরসিক বাঙালি এর চেয়ে বেশি আর কী-ই চাইতে পারে? শীতকালে বাঙালি যে সব মুখরোচক খাবারে মন এবং পেট ভরায়, তার মধ্যে পিঠেই সর্বাগ্রে। এই শীতে দুয়ারে পিঠে প্রকল্প চালু হওয়ায় খুশি প্রত্যেকেই। আর দাম? একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই।

৯৮৩০২-৯৭০৮৭ নম্বরে ডায়াল করলেই মিলবে এই পরিষেবা।

আরও পড়ুন: Bikaner Express Accident: মৃতের সংখ্যা বেড়ে ৯, কুয়াশা উপেক্ষা করে চলছে উদ্ধারকাজ