বন্ধুত্বের আড়ালে রমরমিয়ে চলছিল সেক্স ব়্যাকেট (Sex Racket)। জানতে পেরে বৃহস্পতিবার জলপাইগুড়ির (jalpaiguri sex racket) রানীনগরের ভাড়া বাড়িতে হানা দিল পুলিস। কুড়িজন যুবতীসহ মোট বাইশ জনকে গ্রেফতার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিস৷৬২টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ তারমধ্যে ৪০টি কিপ্যাড মোবাইল ও ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল৷ ধৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলাসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিস৷ ধৃতদের শুক্রবার আদালতে তোলা হবে৷
৬২টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ তারমধ্যে ৪০টি কিপ্যাড মোবাইল ও ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল৷ ধৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলাসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিস৷ ধৃতদের শুক্রবার আদালতে তোলা হবে৷পুলিস সূত্রে খবর, বন্ধুত্ব পাতানোর বিজ্ঞাপন দেওয়া হত খবরের কাগজে৷ বিলি করা হত লিফলেট৷ তাতে একাধিক মোবাইল নম্বর ও যৌন উত্তেজক ছবি দেওয়া থাকত৷
বলা হত, একাকিত্ব কাটাতে বন্ধুত্ব করুন৷ মনের কথা বলুন৷ জীবন উপভোগ করুন-ইত্যাদি৷ সেই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অনেকেই ফোন করতেন৷ সেই মোবাইল নম্বর সংরক্ষণ করা হত। পরে ফোন করে চলত অডিও সেক্স-ভিভিয়ো সেক্স(racket videos)৷ কখনও কখনও নির্দিষ্ট ঠিকানায় আসতে বলা হত মহিলা বন্ধুর সঙ্গে দেখা করতে(phone sex racket)৷পুলিস সূত্রের আরও দাবি, আগে পেমেন্ট নেওয়া হত৷ অনলাইন ট্রানজ্যাকশনের