ফের বোমা ফাটালেন বিজেপি (BJP) বিধায়ক হিরণ। তাঁর তির্যক মন্তব্য, “বঙ্গ বিজেপি যেন অভিভাবকহীন! আগলে রাখতে পারছে না নিজের সন্তানদের। সংসারে বাবা-মায়ের মধ্যে অশান্তি হয়, ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। দিনের শেষে আবার সব ঠিকও হয়ে যায়। তবে একজন অভিভাবক কিংবা বাবা-মায়ের কখনও নিজের সন্তানের হাত ছেড়ে দেওয়া উচিত নয়! তাহলে কিন্তু সন্তানরা হয় বিপথে চলে যাবে, নয় হারিয়ে যাবে কিংবা অনাথ হয়ে পড়বে।”
বঙ্গ বিজেপি যে নেতৃত্বহীনতায় ভুগছে তা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। এদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে নানা মহলে চর্চা চলে। তার মধ্যেই কার্যত বোমা ফাটালেন হিরণ। সব মিলিয়ে বিজেপির অন্দরের দ্বন্দ্ব কমার কোনও লক্ষণই নেই। বরং একের পর এক নেতা মুখ খোলা শুরু করেছেন। তথাকথিত শৃঙ্খলাবদ্ধ একটি দলের মধ্য়ে এই, কেউ কাউকে মানছে না পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
আরও পড়ুন: প্রেমিকের সাহ্যয্যে স্বামীকে খুন, বারাসতের মনুয়া-কাণ্ডের ছায়া এবার মালদহে
হিরণের ‘বোমা’র পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ (Dilip GHosh)। প্রশ্ন তুললেন, সংগঠনের সঙ্গে আদৌ আছেন কিনা, তাই নিয়েও! এমনকি ‘বেসুরো’ বা ‘বিদ্রোহী’ নেতাদের ‘মানসিক সমস্যা’ আছে বলেও কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ (Dilip GHosh) বলেন, “দলের মধ্যে সব ব্যবস্থা আছে। বাকিদের কোনও অভিযোগ নেই। যাঁরা এরকম মনে করছেন, তাঁরা হয়তো সংগঠনের সঙ্গে নেই। তাই তাঁদের এমন মনে হচ্ছে। দলের পুরো ব্যবস্থা আছে। দিল্লি থেকে আরম্ভ করে অবজারভার থেকে এখানে আরম্ভ হয়েছে। কিছু লোকের মনে হচ্ছে যে তিনি পার্টির মধ্যে থেকেও নিজে আলাদা একা। সেই হতাশা থেকে অনেকেই কমেন্ট করছেন। দলের সিস্টেম যাঁরা বুঝতে পারেননি, তাদের মধ্যে এধরনের সমস্যা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, তাঁর যে জায়গা হওয়া উচিত, সেটা হয়নি। তাই তাদের মধ্যে একটু মানসিক সমস্যা আছে।”
আরও পড়ুন: শিয়ালদহ বনগাঁ শাখায় ডাউন ট্রেন চলাচল বিপর্যস্ত, মেরামতির মধ্যেই চালু পরিষেবা