“বাদাম বাদাম কাঁচা বাদাম/ আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম…(kancha badam dada kacha badam)।” বীরভূমের ভুবন বাদ্যকরের(kancha badam singer/ kancha badam bhuban badyakar) বিখ্যাত এই দু’কলি গানই এখন সোশ্যাল মিডিয়া দাপাচ্ছে । তবে এই গান এখন আর শুধু এ রাজ্যে নয়। কাঁপাচ্ছে বিদেশের মাটিও।
ইনস্টাগ্রামে যারা চোখ রাখেন তাঁরা দক্ষিণ কোরিয়ার মা-মেয়ে জুটি লুনা যোগিনী অফিসসিয়াল অ্যাকাউন্টের অপরিচিত নন। তাঁরাই এবার ‘কাঁচা বাদাম’ গানে (Kancha Badam Song/kancha badam lyrics) কোমর দোলালেন। সে ভিডিও শেয়ারও করেন ইনস্টাগ্রামে। তারপর যা হওয়ার তাই হল। ‘কাঁচা বাদাম’ ( kancha badam mp3)গানের তালে মা-মেয়ের নাচ প্রায় বিদ্যুতের গতিতেই ভাইরাল হয়ে যায়। হু হু করে লাইক হতে থাকতে গানটি। কমেন্ট বক্সেও নিজেদের মতামত প্রকাশ করেন নেটিজেনরা। তবে সকলেই মা-মেয়ের প্রশংসা করছেন।
এই প্রথম নয় , এর আগে বাংলার ‘কাঁচা বাদাম’(kancha badam dj) গানটি ছড়িয়েছিল দক্ষিণ আফ্রিকায়! সেদেশেও রীতমতো ভাইরাল হয়ে যান বীরভূমের বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকর। জনপ্রিয় আফ্রিকান সংগীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’ তৈরি করেন ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স। বাংলার এই ভাইরাল গানে পাশ্চাত্যের সুর মিশে যায়। দেশে হোক কিংবা বিদেশে,ছাপোষা ‘বাদাম কাকু’র একটাই আক্ষেপ গান বিখ্যাত হওয়ার পর থেকেই লক্ষ্মীলাভ প্রায় তলানিতে ঠেকেছে। ‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে বিপুল টাকা আয় করছেন ইউটিউবারও। তবে আয় কমে যাওয়ায় মন ভাল নেই ভুবন বাদ্যকরের।
তৃণমূল প্রচারে বাদাম কাকুকে কাজে লাগিয়েছিল। কলকাতা শহরে বাদাম কাকু ভোট প্রচার করেছেন। রঙিন স্বভাবের মদনমিত্র খুঁজে এনেছিলেন সোশ্যাল সাইটে হিট হওয়া এই ভুবন বাদ্যকরকে।কাঁচা বাদাম গানের জনপ্রিয়তা এমনই বেড়েছে যে, অনেকে জিও কলার টিউন কাঁচা বাদাম গান লাগিয়েছেন (kacha badam jio caller tune)।কাঁচা বাদাম গানের জনপ্রিয়তার কারণে আজকে এই গানের রিমিক্স হয়েছে ব্যাপকভাবে(kancha badam remix)।