মেহেন্দি পর্ব দিয়ে শুরু গ্র্যান্ড সেলিব্রেশন। ছবি শেয়ার করে মৌনী এবং তাঁর হবু স্বামী সুরজ নাম্বিয়ারকে শুভেচ্ছা জানালেন মন্দিরা বেদী।২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন নায়িকা। তার আগে বুধবার গোয়ায় হয়ে গেল গায়ে হলুদ, মেহেন্দির অনুষ্ঠান।
মন্দিরা বেদী ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেছেন। একটিতে মন্দিরার সঙ্গে রয়েছেন মৌনী। বঙ্গতনয়ার পরনে হলুদ রংয়ের লেহেঙ্গা। অপর ছবিতে মন্দিরার সঙ্গে রয়েছেন সুরজ। ছবি শেয়ার করে ক্যাপশনে মন্দিরা লেখেন, “মন, সুরজ… সবকিছুই শুরু হতে চলেছে। যতটা তোমরা জানো তার চেয়েও বেশি আমি তোমাদের দু’জনকে ভালবাসি।”
শুধু মন্দিরা বেদীই নন। ছবি শেয়ার করে মৌনীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বন্ধুবান্ধবরাও। মৌনীর মেহেন্দি পর্বের ছবি শেয়ার করে তাঁর বন্ধু প্রতীক উতেকর লেখেন, “আমি এভাবে তোমাকে দেখে কতটা খুশি তা ভাবতেও পারবে না।”
This video of #MandiraBedi dancing to Mehndi Laga Ke Rakhna at #MouniRoy’s Haldi ceremony makes our heart sing. ? pic.twitter.com/4hkH4buLfG
— Filmfare (@filmfare) January 26, 2022