সাধারণতন্ত্র দিবসে রাজধানীর (Delhi) মাটিতে গণধর্ষণের (Gang rape) শিকার হতে হল এক বিবাহিত মহিলাকে! শুধু তাই নয়। অভিযোগ, তাঁর গলায় জুতোর মালা পরিয়ে জনসমক্ষেও তাঁকে হাঁটতে বাধ্য করা হয়েছে। সেই সঙ্গে আরও নানা নিগ্রহের মুখে পড়তে হয়েছে এক সন্তানের মা ওই মহিলাকে। দিল্লির বিবেক বিহারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত চারজনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
খোদ রাজধানী দিল্লির বুকে এমন ঘটনায় শিউরে উঠছেন অনেকেই।ঘটনাটি দিল্লির কস্তুরবা নগরের। অভিযোগ, বছর কুড়ির তরুণীকে প্রথমে গণধর্ষণ করেন বৈআইনি মদের কয়েক জন কারবারি। সেই তরুণীকেই এ বার এক তরুণের মৃত্যুর জন্য দায়ী করে তাঁর উপর হামলা চালালেন মহিলারা। তাঁর মাথা মুড়িয়ে, গলায় জুতোর পরিয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল ওই মহিলাদের বিরুদ্ধে।
জানা যাচ্ছে, ওই মহিলাকে বহুদিন ধরেই উত্যক্ত করতেন এক প্রতিবেশী যুবক। কিন্তু শেষ পর্যন্ত গত নভেম্বরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ ছিল, ওই মহিলাই যুবকটির এই পরিণতির জন্য দায়ী। আর সেই কারণেই বুধবার চরম লাঞ্ছনার শিকার হতে হল তাঁকে। আরও অভিযোগ, রাস্তায় যখন জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল মহিলাকে, সেই সময় স্থানীয় জনতার একাংশকে হর্ষধ্বনি দিতেও নাকি দেখা গিয়েছে।
অভিযোগ, ওই মহিলাকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। তারপর তাঁকে গণধর্ষণ করে তারা। এরপর মহিলার মাথার চুল কেটে গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয় তাঁকে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই ওই মহিলাকে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে শাহদারা জেলায়। ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করে টুইট করেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অপরাধীরা এত সাহস পেল কোথা থেকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যাটন্ট গভর্নর অনিল বাইজলকে আর্জি জানাচ্ছি পুলিশকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার। দিল্লিবাসী এ ধরনের ঘৃণ্য কাজ এবং অপরাধকে কখনওই বরদাস্ত করবে না।’
দিল্লির জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, শিগগিরি তারা দিল্লি পুলিশকে এই বিষয়ে নোটিশ পাঠাচ্ছে। কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের দাবি, বেআইনি মদ বিক্রেতারাই ওই তরুণীকে ধর্ষণ করেছে। সকলের কড়া শাস্তি দাবি করেছেন তিনি। উল্লেখ্য, গত সোমবারই দিল্লিতে গণধর্ষণের শিকার হয় এক ৮ বছরের শিশুকন্যা। ধর্ষণের অভিযোগে দুই নাবালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, শিশুকন্যাটির অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের আইসিইউতে ভরতি করা হয়েছে।