সিদ্ধার্থ শুক্লাকে (Sidharth Shukla) কিছুতেই ভোলা যায় না। অন্তত, বিগ বসের সঞ্চালক সলমন খান তো এখনও মিস করেন সিদ্ধার্থকে। আর তাই তো বিগ বস ১৫-এর ফিনালের শুরুতেই সিদ্ধার্থের স্মৃতিতে সলমনের চোখের কোলে জল। তবে শুধুই সলমন খান (Salman Khan) নয়, বিগ বসের (Bigg Boss 15 Grand Finale) মঞ্চে সলমনকে জড়িয়ে কেঁদে ফেললেন সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিলও।
বিগবস ১৫-র গ্র্যান্ড ফাইনালে প্রয়াত অভিনেতার প্রতি সম্মান জানাতে হাজির হয়েছিলেন শেহনাজ গিল, সিদ্ধার্থের প্রেমিকা, বন্ধু, অনুপ্রেরণা। গ্র্যান্ড ফিনালের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ফ্যান পেজ ও পাপারাৎজি অ্য়াকাউন্ট থেকে। যেখানে দেখা যাচ্ছে সলমন খান জোর গলায় শেহনাজকে স্বাগত জানাচ্ছেন স্টেজে, ‘ইন্ডিয়া কি শেহনাজ’ বলে। আর সলমনের কাছে আসতেই চোখে জল আসে শেহনাজের। ‘আপকো দেখকার ইমোশনাল হো গয়ি’, বলতে শোনা যায় তাঁকে।
আরও পড়ুন: Mouni Roy: মৌনী রায়ের মেহেন্দির ছবি শেয়ার করলেন মন্দিরা বেদী
এরপর শেহনাজকে শান্ত করার জন্য জড়িয়ে ধরেন সলমন। এরপর দু’জনকেই মলিন মুখে দেখা যায়। তারপর একে-অপরকে ছেড়ে চোখের জল মুছতে দেখা যায় দু’জনকেই। এর আগে ‘বিগ বস ওটিটি’র সেটে শেষবার দেখা গিয়েছিল শেহনাজকে। সেই সময় তাঁর সাথে ছিলেন সিদ্ধার্থ শুক্লাও। তার দিনকয়েক পরে সেপ্টেম্বরেই আচমকা হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ মাত্র ৪০ বছর বয়সে। সেই সময় শেহনাজের ভেঙে পড়ার সাক্ষী ছিল সকলে। প্রায় ২ মাস সকলেক চোখের আড়ালে ছিলেন তিনি।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের চোখ ভিজছে। প্রিয় অভিনেতার স্মৃতি শেহনাজের মাধ্যমেই আরও একবার হাতড়ে বেড়াচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: Mouni Roy Wedding: সব্যসাচীর লাল লেহঙ্গায় সেজে বাঙালি রীতিতে বিয়ে মৌনীর