Bigg Boss 15 : Who will lift the trophy this season?

Bigg Boss 15 Finale: একনজরে চিনে নিন প্রতিযোগীদের, কার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি?

শেষ হতে চলল বিগ বসের চলতি সিজন। এবারের বিগ বস নিয়ে বেশ হতাশ দর্শকরা। কোনও প্রতিযোগীই সেভাবে তাঁদের মনে দাগ কাটতে পারেনি। এমনকী, মাঝে শোনা গিয়েছিল বাড়িয়ে দেওয়ার কথা রয়েছে ‘বিগ বস’র মেয়াদ। তাতেও জল ঢেলে দেন হোস্ট সলমন খান। কে হবে বিজেতা? তা নিয়ে এখন জোর ঝগড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। তার আগে চলুন দেখে নিই কোন কোন প্রতিযোগী পা রেখেছে ফাইনালে।

প্রতীক সেহজপাল

 

View this post on Instagram

 

A post shared by Pratik Sehajpal (@pratiksehajpal)

তিনি শর্ট টেম্পারড। কিন্তু হাজার উসকানিতেও বিগ বসের ঘরে কখনও হাতাহাতি করেননি। বিগ বস ওটিটি থেকে সরাসরি এন্ট্রি পেয়েছিলেন তিনিই।

শমিতা শেট্টি

বিগ বসের ঘরে অন্যতম বিতর্কিত প্রতিযোগী শমিতা শেট্টি। কারণ তিনি সব সময়ে মনের কথা মুখের উপর বলে দেন।

​তেজস্বী প্রকাশ

 

View this post on Instagram

 

A post shared by Tejasswi Prakash (@tejasswiprakash)

করণ কুন্দ্রাকে নিয়ে তিনি যতটা পজেসিভ ততটাই স্পষ্টবক্তা। বিগ বসের ঘরের টাস্কে হেরে যাওয়া ছিল তাঁর এক্কেবারে না পসন্দ।

করণ কুন্দ্রা

 

View this post on Instagram

 

A post shared by Karan Kundrra (@kkundrra)

বিগ বসের বাড়িতে রোলার কোস্টার রাইড ছিল টেলিভিশন স্টার করণ কুন্দ্রার সফর। শেষ হাসি কি তিনি হাসবেন?

নিশান্ত ভাট

 

View this post on Instagram

 

A post shared by Nishant Bhat (@nishantbhat85)

বিগ বসের বাড়ির অন্যতম ডিগনিফায়েড প্রতিযোগী নিশান্ত ভাট। সব সময়ে সঠিক কথা বলেছেন এবং সব রকম বিতর্কে থেকে দূরে থেকেছেন।

রেশমি দেশাই

 

View this post on Instagram

 

A post shared by Rashami Desai (@imrashamidesai)

ছোট পর্দার আরও এক বড় স্টার। বিগ বসের ঘরে প্রায় নিয়মিত বিতর্কে জড়িয়েছেন তিনি। দর্শক কি তাঁকেই উইনার হিসেবে দেখতে চান?

দর্শকদের বিচারে ‘বিগ বস’র বিজেতা হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন প্রতীক আর করণ। তারপরেই নাম আসছে শমিতা আর তেজস্বীর।