শেষ হতে চলল বিগ বসের চলতি সিজন। এবারের বিগ বস নিয়ে বেশ হতাশ দর্শকরা। কোনও প্রতিযোগীই সেভাবে তাঁদের মনে দাগ কাটতে পারেনি। এমনকী, মাঝে শোনা গিয়েছিল বাড়িয়ে দেওয়ার কথা রয়েছে ‘বিগ বস’র মেয়াদ। তাতেও জল ঢেলে দেন হোস্ট সলমন খান। কে হবে বিজেতা? তা নিয়ে এখন জোর ঝগড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। তার আগে চলুন দেখে নিই কোন কোন প্রতিযোগী পা রেখেছে ফাইনালে।
প্রতীক সেহজপাল
তিনি শর্ট টেম্পারড। কিন্তু হাজার উসকানিতেও বিগ বসের ঘরে কখনও হাতাহাতি করেননি। বিগ বস ওটিটি থেকে সরাসরি এন্ট্রি পেয়েছিলেন তিনিই।
শমিতা শেট্টি
বিগ বসের ঘরে অন্যতম বিতর্কিত প্রতিযোগী শমিতা শেট্টি। কারণ তিনি সব সময়ে মনের কথা মুখের উপর বলে দেন।
তেজস্বী প্রকাশ
করণ কুন্দ্রাকে নিয়ে তিনি যতটা পজেসিভ ততটাই স্পষ্টবক্তা। বিগ বসের ঘরের টাস্কে হেরে যাওয়া ছিল তাঁর এক্কেবারে না পসন্দ।
করণ কুন্দ্রা
বিগ বসের বাড়িতে রোলার কোস্টার রাইড ছিল টেলিভিশন স্টার করণ কুন্দ্রার সফর। শেষ হাসি কি তিনি হাসবেন?
নিশান্ত ভাট
বিগ বসের বাড়ির অন্যতম ডিগনিফায়েড প্রতিযোগী নিশান্ত ভাট। সব সময়ে সঠিক কথা বলেছেন এবং সব রকম বিতর্কে থেকে দূরে থেকেছেন।
রেশমি দেশাই
ছোট পর্দার আরও এক বড় স্টার। বিগ বসের ঘরে প্রায় নিয়মিত বিতর্কে জড়িয়েছেন তিনি। দর্শক কি তাঁকেই উইনার হিসেবে দেখতে চান?
দর্শকদের বিচারে ‘বিগ বস’র বিজেতা হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন প্রতীক আর করণ। তারপরেই নাম আসছে শমিতা আর তেজস্বীর।