Passenger load bus accident in Kolkata, many were injured

Esplanade: ভরদুপুরে কলকাতায় বাস উল্টে আহত ১৭, আশঙ্কাজনক ৪

ছুটির দিন কলকাতার ডরিনা ক্রসিংয়ে উলটে গেল মিনিবাস। রবিবার দুপুর ২.১০ মিনিট নাগাদ ডরিনা ক্রসিংয়ে LIC বিল্ডিংয়ের সামনে উলটে যায় বরযাত্রীর বাসটি। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয় হকার ও কর্তব্যরত পুলিশকর্মীরা। দুর্ঘটনায় ১৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাঁকড়া-পার্কাসার্কাস মিনিবাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিয়েবাড়ি যাচ্ছিলেন। পার্কসার্কাস (Park Circus) থেকে বাঁকড়ার দিকে যাওয়ার সময় ডোরিনা ক্রসিংয়ের কাছে প্রবল শব্দে ফেটে যায় বাসের চাকা। এরপরই মিনিবাসটি একটি লাইটপোস্টে ধাক্কা খেয়ে উলটে যায়।

আরও পড়ুন: দু’মাস আগে ‘বিএসএফ ধর্ষক’ মন্তব্য, অপর্ণার বিরুদ্ধে দোশদ্রোহিতার অভিযোগ দায়ের BJP-র

চালক-সহ আহত হন ২০ জন। তাঁদের মধ্য়ে কয়েকজনের আঘাত বেশি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।  এই দুর্ঘটনায় বিয়েবাড়ির আনন্দ সম্পূর্ণ বদলে গেল শোকের আবহে।

পুলিশ সূত্রে খবর, বাসের ভিতর থেকে যাত্রীদের বার করে আনার কাজ শুরু হয়েছে। দু’টি শিশু-সহ বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে সাময়িকভাবে ডরিনা ক্রসিংয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রেকডাউন ভ্যান এসে উলটে যাওয়া বাসটিকে সোজা করে। বেলা ৩টের পর ফের শুরু হয় যানচলাচল।

আরও পড়ুন: ভারতীয় মহিলার সঙ্গে নগ্ন অবস্থায় ভিডিয়ো চ্যাট! কূটনীতিককে দেশে ফেরাল বাংলাদেশ