Indian Railway cancels 24 trains till Feb 5. Check full list here

Indian Railways: রাজ্যজুড়ে ২৪ টি ট্রেন বাতিল আজ থেকেই! দেখুন তালিকা

একাধিক ট্রেন বাতিল (Train Cancelled) করল ইস্ট-কোস্ট রেল। জানা গিয়েছে একনাগাড়ে চারদিন হিজলি স্টেশনে কাজ চলার জন্য মোট ২৪ টি ট্রেন বাতিল করা হয়েছে।  ৩১ জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন  (Indian Railways) বাতিল থাকছে এই কারণে।

কোন কোন দূরপাল্লার এবং মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে রেল, সেই তালিকা দেখে নিন –

  • ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।
  • ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
  • ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস (১, ২ এবং ৪ ফেব্রুয়ারি)।
  • ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস (৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি)।
  • ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
  • ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১২৮৮১ শালিমার-পুরী এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
  • ১২৮৮২ পুরী-শালিমার এক্সপ্রেস (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি)।

আরও পড়ুন: অনুব্রতকে ‘রাজনৈতিক বিনোদন’ বলে কটাক্ষ জিতেন্দ্রর, পালটা ‘মোষ’ বললেন তৃণমূল নেতা

  • ১২৮৯৫ শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস (৪ ফেব্রুয়ারি)।
  • ১২৮৯৬ পুরী-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস (৩ ফেব্রুয়ারি)।
  • ২২৮৩৫ শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস (২ ফেব্রুয়ারি)।
  • ২২৮৩৬ পুরী-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি)।
  • ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ০৮০৬১ হাওড়া-জলেশ্বর মেমু স্পেশাল (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ০৮০৬২ জলেশ্বর-হাওড়া মেমু স্পেশাল (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১৮০৩৭ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর জংশন মেমু এক্সপ্রেস (৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১৮০৩৮ খড়্গপুর জংশন-জাজপুর কেওনঝড় রোড মেমু এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।
  • ২২৮৭৪ বিশাখাপত্তনম-দিঘা সুপারফাস্ট এক্সপ্রেস (৩ ফেব্রুয়ারি)।
  • ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস (৪ ফেব্রুয়ারি)।
  • ২২৬০৫ পুরুলিয়া জংশন-ভিল্লুপুরম দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস (৪ ফেব্রুয়ারি)।
  • ২২৬০৬ ভিল্লুপুরম-পুরুলিয়া জংশন দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস (২ ফেব্রুয়ারি)।
  • ২২৮৫৩ শালিমার-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি)।
  • ২২৮৫৪ শালিমার-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস (২ ফেব্রুয়ারি)।
  • ০৮০১১ ভজনপুর-পুরী সাপ্তাহিক স্পেশাল (৩ ফেব্রুয়ারি)।
  • ০৮০১২ পুরী-ভজনপুর সাপ্তাহিক স্পেশাল (৪ ফেব্রুয়ারি)।
  • ১৮০০৭ শালিমার-ভজনপুর ইন্টারসিটি এক্সপ্রেস (৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ২ ফেব্রুয়ারি)।
  • ১৮০০৪ ভজনপুর-শালিমার ইন্টারসিটি এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।

আরও পড়ুন: আগামীকাল থেকে রাজ্যে বাড়ছে পাউরুটির দাম! জানুন, নতুন দাম কত হচ্ছে?