Taslima nasrins post after buddhadeb bhattacharjee refused padma award

আমাকে বাংলা ছাড়া করার জন্যই বুদ্ধদেবকে পদ্ম সম্মান! খোঁচা তসলিমার

সম্প্রতি কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়া হবে। তবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই সম্মান ফিরিয়ে দেন। সেই নিয়ে বিভিন্ন ব্যক্তি তাঁর সমর্থনে দাঁড়িয়েছেন, আবার অনেকেই সমালোচনা করেছেন। এই আবহে এবার বুদ্ধদেবকে এই প্রসঙ্গে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করলেন লেখিকা তসলিমা নাসরিন।

বছর দুয়েক আগেই এক বিস্ফোরক পোস্টে তসলিমা নাসরিন (Taslima Nasrin) দাবি করেছিলেন যে, “আমি বামপন্থী, কিন্তু ওই বামেরাই আমার সবথেকে বড় সর্বনাশ করেছে।” প্রসঙ্গ, লেখিকার ‘দ্বিখণ্ডিত’ বই এবং বাম জমানায় বাংলা থেকে তলসিমার নির্বাসন। দেড় দশক আগের সেই ঘটনা উল্লেখ করেই এবার পদ্ম সম্মান ইস্যুতে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিঁধলেন লেখিকা তসলিমা।

আরও পড়ুন: ‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল দক্ষিণ কোরিয়ার মা-মেয়ে

দিন তিন আগে বিদ্রুপের সুরে বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম সম্মান প্রত্যাখ্যান নিয়ে পোস্ট করেন তসলিমা। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “এক পরিচিত লোক ফোন করে বলল, ‘বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পেয়েছেন তোমার বই নিষিদ্ধ করার জন্য আর তোমাকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার জন্য।’ আমি বললাম, ‘কী সব আজেবাজে কথা বলছো!’ লোকটি বলল, ‘উনি পুরস্কার নেবেন না জানিয়ে দিয়েছেন’। –ও মা, কেন? — অনেক চেষ্টা করেও তোমাকে ভারত থেকে পাকাপাকিভাবে বের করতে না পারার ব্যর্থতার জন্য।আমি বললাম, ‘উফ, তোমার মাথাটা গেছে।‘ ফোন রেখে দিলাম।”

বাম জমানায় তসলিমাকে বাংলা থেকে বের করে দেওয়া নিয়ে বেজায় শোরগোল হয়েছিল। এমনকী, সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য লেখিকার ‘দ্বিখণ্ডিত’ বইটিও নিষিদ্ধ করে দিয়েছিলেন। যদিও পরে এক সাক্ষাৎকারে তিনি জানান যে, ব্যক্তিগতভাবে তিনি কারও বই নিষিদ্ধ করার বিরুদ্ধে থাকলেও চাপে পড়ে তাঁকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল। শুধু তাই নয়, একজন মহিলা লেখিকাকে রাতারাতি যেভাবে রাজ্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল বাম সরকারের তরফে, তা নিয়েও বিস্তর সমালোচনা হয়েছিল।

আরও পড়ুন: Kolkata Metro: মঙ্গলবার থেকেই মেট্রোয় ফের চালু হচ্ছে টোকেন পরিষেবা