Budget 2022: India will have its own digital rupee this year, Crypto Assets to Attract 30% Tax

Union Budget: ডিজিটাল মুদ্রা আনবে RBI, ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর

২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে ডিজিটাল মুদ্রা আনার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রিজার্ভ ব্যাঙ্কে অধীনে এই মুদ্রার লেনেদেনের তথ্য রাখা হবে ব্লকচেন পদ্ধতিতে। পাশাপাশি ভার্চুয়াল, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ করও বসাতে চলেছে কেন্দ্র।

দেশে ক্রিপ্টোকারেন্সির বাড়বাড়ন্ত কেন্দ্রের কপালে ভাঁজ তৈরি করেছিল। যে ভাবে সাধারণ মানুষ এই ভার্চুয়াল মুদ্রার প্রতি আর্কষিত হচ্ছেন তাতে অর্থনীতির গতিপ্রবাহের মধ্যে একে ধরা সরকারের পক্ষ থেকে বেশ জটিল হয়ে যাচ্ছিল। প্রশ্ন ছিল কেন্দ্র কি একে নিষিদ্ধ ঘোষণা করবে? এই দোলাচলের মধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস জানান সরকার ডিজিটাল মুদ্রা আনতে চলেছে।  আজকের কেন্দ্রীয় বাজেটে সে কথাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সেই সঙ্গে মোটা করের ব্যবস্থাও করা হল।

আরও পড়ুন: ছাত্রদের উসকানি দেওয়ার অভিযোগ, গ্রেফতার ইউটিউবার Hindustani Bhau

রিজার্ভ ব্যাঙ্কের অধীনেই দেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন হবে। এবং এ থেকে আয়ের ৩০ শতাংশ কর দিতে হবে সরকারকে। এই ঘোষণায় ভার্চুয়াল মুদ্রা নিয়ে কেন্দ্র সরকারের ‘নিমরাজি’ মনোভাবই স্পষ্ট হল। ক্রিপ্টোকারেন্সির লেনদেনের হিসেব রাখা হয় ‘ব্লকচেন’ পদ্ধতিতে। এক্ষেত্রে যিনি লেনদেন করছেন, তিনি ছাড়া আর কেউ এর হিসেবপত্র জানতে পারবেন না। রিজার্ভ ব্যাঙ্কও নিজস্ব ব্লকচেন প্রযুক্তি চালু করবে বলে জানানো হয়েছে। তোড়জোড় শুরু হয়েছে ডিজিটাল মুদ্রা আনার। জানা গেছে, নগদ টাকার সমতুল্যই হবে এই ক্রিপ্টোকারেন্সি।

এই ঘোষণার পরেই পাল্টা চেপে ধরলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে লেখেন, ‘‌আপনি জাতির উদ্দেশ্যে জানান, ক্রিপ্টোকারেন্সি কী এখন আইনসিদ্ধ?‌ ক্রিপ্টোকারেন্সি বিল না এনে আপনি এটা চালু করতে চাইছেন?‌ এর রেগুলেটরের কী হল?‌ ক্রিপ্টোকারেন্সি রেগুলেশনের কী হল?‌ বিনিয়োগকারীদের সুরক্ষা কোথায়?‌’‌ এই প্রশ্নগুলির জবাব এখনও মেলেনি।’

আরও পড়ুন: সম্পত্তির লোভে মাকে বাড়ি ছাড়া করেছেন! ভাইকে ‘নিষ্ঠুর’ বলে আক্রমণ সিধুর দিদির