No Changes in Income Tax slabs or rates in Union Budget 2022

Income Tax: কর্পোরেটকে ঢালাও কর ছাড়! ব্যক্তিগত আয়কর অপরিবর্তিত, হতাশ মধ্যবিত্ত

২০২২-’২৩ অর্থবর্ষের বাজেটে বেতনভূক মধ্যবিত্তের করছাড়ের ক্ষেত্রে কোনও নতুন ঘোষণা করলেন না অর্থমন্ত্রী। মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে তিনি জানান, আয়করের ধাপ (স্ল্যাব) একই থাকছে। ভার্চুয়াল, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর বসছে। তা ছাড়া প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কারের দিকে নজর দিয়েছে কেন্দ্র। সংসদে অর্থমন্ত্রীর ঘোষণা, কো-অপারেটিভ সোসাইটির করের হার করা হচ্ছে ১৫ শতাংশ। তেমনি স্টার্ট-আপ ব্যবসার ক্ষেত্রে উদ্যোগপতিরা ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত, এক বছরের ‘ট্যাক্স ইনসেন্টিভ’ পাবেন।

করোনাভাইরাস মহামারির সময়ে বহু মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষের বেতন কমেছে। অন্যদিকে, আরও অর্থ জমা হয়েছে সমাজের উঁচু অংশের হাতে, তা বিভিন্ন রিপোর্টেই প্রমাণিত। গত দুই বছরে গরীব ও ধনীদের ফারাক ক্রমে বেড়েছে। এই অবস্থায় বাজারকে চাঙ্গা করতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়োনোর উপর সবথেকে বেশি জোর দিচ্ছিলেন অর্থনীতিবিদরা। আর এই জন্যই কর কাঠামোর পরিবর্তন করে, স্ল্যাবগুলির আয়ের সীমা বাড়ানো হবে, এমনটাই আশা করা হয়েছিল। অর্থাৎ, ধনীদের হাত থেকে গরীবের হাতে অর্থ যাবে। কিন্তু, শেষ পর্যন্ত তা করা হয়নি।

আরও পড়ুন: একার দখলে ৬৯% সম্পদ! বিজেপি-র মোট সম্পত্তির পরিমান জানলে চোখ কপালে উঠবে আপনার

আয়করের ক্ষেত্রে এদিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুধুমাত্র একটি ত্রুটি সংশোধন করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আয়করের প্রাসঙ্গিক মূল্যায়নের পর কোনও ত্রুটি ধরা পড়লে করদাতাদের ২ বছরের মধ্যে একটি আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন। এছাড়া আয়করের বিষয়ে আর কোনও ঘোষণা করা হয়নি। ব্যক্তিগত আয়কর ব্যবস্থার কোনও পরিবর্তন করা না হলেও, কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে কর্পোরেট সারচার্জও কমানো হয়েছে ১২ শতাংশ থেকে ৭ শতাংশে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর কাঠামোর কোনও পরিবর্তন না করার ফলে,  গত বছরের কর কাঠামোই অপরিবর্তিত রইল –

আয় ২.৫ লক্ষ পর্যন্ত – কোন কর দিতে হবে না

আয় ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ পর্যন্ত – ৫ শতাংশ কর

আয় ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ পর্যন্ত – ১০ শতাংশ

আয় ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ পর্যন্ত – ১৫ শতাংশ

আয় ১০ লক্ষ থেকে ১২.৫ লক্ষ পর্যন্ত – ২০ শতাংশ ট্যাক্স

আয় ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত – ২৫ শতাংশ

আয় ১৫ লক্ষের বেশি – ৩০ শতাংশ ট্যাক্স

আরও পড়ুন: Union Budget: ডিজিটাল মুদ্রা আনবে RBI, ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর