মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, লোকসভায় (Lok Sabha) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ২০২২-২৩ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022-23) পেশ করলেন। প্রতিবার বাজেটের পরই, কী কী জিনিসের দাম কমল, আর কী কী জিনিসের দাম বাড়ল – সেই দিকে নজর থাকে সাধারণ মানুষের। ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বেশ কিছু প্রয়োজনীয় শুল্ক সংশোধনের কথা ঘোষণা করেছেন। এর ফলে ওই পণ্যগুলির দাম হয় বাড়বে নয়তো কমবে।
সস্তা হল –
– বস্ত্র, জুতো, চটি
– রত্ন পাথর এবং হীরা
– ইমিটেশন জুয়েলারি
– দেশিয় ইলেকট্রনিক যন্ত্র
– মোবাইল ফোন, মোবাইল ফোন চার্জার
– পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রয়োজনীয় রাসায়নিক
– মিথানল সহ কিছু রাসায়নিক
– ইস্পাতের ছাঁট
আরও পড়ুন: Train Fire: স্টেশনে ঢোকার মুখে দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, গান্ধীধাম-পুরী এক্সপ্রেসে আগুন
দামী হল –
– সমস্ত আমদানিকৃত পণ্য
– ছাতা
– বিদেশ থেকে আনা ইলেকট্রনিক যন্ত্র
– বিদেশ থেকে আনা কৃষি-ষন্ত্র
– মদ
– কটন
– খাবার তেল
– এলইডি লাইট
আরও পড়ুন: Income Tax: কর্পোরেটকে ঢালাও কর ছাড়! ব্যক্তিগত আয়কর অপরিবর্তিত, হতাশ মধ্যবিত্ত