বসন্ত পঞ্চমীর দিনে বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর পুজো করা হয়। চলতি বছর ৫ ফেব্রুয়ারি, শনিবার সরস্বতী পুজো। শাস্ত্র মতে সরস্বতী পুজো করলে বুদ্ধি ও জ্ঞান লাভ করা যায়। জ্যোতিষ মতে, রাশি মেনে সরস্বতী পুজোর দিন কিছু কাজ করলে সুফল পেতে পারেন বিদ্যার্থীরা—
মেষ- সরস্বতী কবচ পাঠ করা উচিত। এর ফলে বুদ্ধি লাভ করা যায়। পাশাপাশি কাজে একাগ্রতা বৃদ্ধি পায়।
বৃষ- সরস্বতীকে প্রসন্ন করার জন্য সাদা চন্দনের তিলক লাগান। পাশাপাশি সাদা ফুল অর্পণ করুন। এর ফলে জ্ঞান বৃদ্ধি হয়।
মিথুন- সরস্বতীকে সবুজ রঙের কলম অর্পণ করুন মিথুন জাতকরা। এ সময় নিজের মনোস্কামনা ব্যক্ত করুন।
কর্কট- পায়েসের ভোগ অর্পণ করুন। সঙ্গীত শিল্পের সঙ্গে জড়িত জাতকরা এর ফলে লাভ অর্জন করতে পারেন।
সিংহ- সরস্বতী পুজোর দিনে অন্তত পক্ষে ২৭ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। বিদেশে পড়াশোনা করছেন এমন জাতকরা গায়ত্রী মন্ত্র জপ করলে, সুফল পাবেন।
কন্যা- ছোটো বাচ্চাদের পড়াশোনার জিনিস উপহার দিন। এর ফলে কন্যা জাতকদের পড়াশোনায় আগত বাধা দূর হবে।
তুলা- বসন্ত পঞ্চমীর দিনে ব্রাহ্মণদের সাদা বস্ত্র দান করুন। ছাত্ররা এমন করলে তাঁদের বাণীর সমস্যা দূর হবে।
আরও পড়ুন: 1176 Hare Krishna: গোটা ফেসবুকজুড়ে ‘১১৭৬ হরে কৃষ্ণ’! কী এই কথার অর্থ ?
বৃশ্চিক- সরস্বতীর আরাধনা করুন। পুজোর পর লাল কলম অর্পণ করুন। এর প্রভাবে স্মৃতিশক্তির সমস্যা দূর হবে।
ধনু- হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বিকশিত হবে। উচ্চ শিক্ষার ইচ্ছা পূরণ হবে।
মকর- নির্ধন ব্যক্তিকে সাদা রঙের অন্ন দান করুন। এই উপায় বুদ্ধির বিকাশ সম্ভব।
কুম্ভ- দরিদ্র সন্তানদের স্কুল ব্যাগ ও পড়াশোনার অন্য জিনিস দান করুন। সরস্বতীর আশীর্বাদ লাভ করবেন।
মীন- সরস্বতীকে হলুদ রঙের কাপড় অর্পণ করুন। কেরিয়ারের সমস্যার সমাধান হবে।
আরও পড়ুন: Saraswati Puja 2022: কেন সরস্বতী পুজোয় হলুদ রঙের গুরুত্ব বেশি, জেনে নিন কারণ