Actor Riaz’s father-in-law commits suicide on Facebook live

ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এই জনপ্রিয় নায়কের শ্বশুর

ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী আবু মহসিন খান (৫৮)। আজ বুধবার রাতে ধানমন্ডিতে নিজের বাসায় তিনি এ ঘটনা ঘটান।তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রিয়াজের শ্বশুর।

 

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানিয়েছেন, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খান। রাত ৯টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান। তিনি জানান, আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে, ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

পুলিশ আরও জানায়, মরদেহের পাশে থাকা একটি টেবিল থেকে পাঁচটি কাগজ ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। কাগজে পারিবারিক নানা হতাশার কথা লেখা রয়েছে। একটি কাগজে লেখা রয়েছে কার কাছে তিনি কত টাকা পাবেন। ফ্ল্যাটের দরজায় সাদা কাগজে লেখা ছিল, ‘দরজা খোলা, ধাক্কা দিয়ে ভেতরে আসুন।’ নিহতের বাসা থেকে তাঁর ব্যবহৃত তিনটি মোবাইল ও একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: Cheslie Kryst death: ৬০ তলা বিল্ডিং থেকে ঝাঁপ প্রাক্তন Miss USA-র! শেষ ইনস্টা পোস্ট ঘিরে রহস্যের জট

শ্বশুরের মৃত্যুর খবর শুনে নায়ক রিয়াজ তাঁর স্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশ কর্মকর্তাদের রিয়াজ বলেছেন, ‘এ মৃত্যুর বিষয়ে তাঁরা কিছু জানেন না। পুলিশ তদন্ত করে যা পাবে, তার সঙ্গেই তাঁরা একমত পোষণ করবেন।’

এস এম মিজানুর রহমান নামের এক আত্মীয় বলেন, মহসিন খান পোশাক কারখানায় সুতা সরবরাহ করতেন। ঋণে জর্জরিত হয়ে তিনি ব্যবসা ছেড়ে দেন। ২০১৭ সালে তাঁর মূত্রনালিতে ক্যানসার ধরা পড়ে। বিদেশে চিকিৎসা করেছিলেন।বাসায় কোনো কাজের লোক ছিল না। বাইরে থেকে খাবার এনে খেতেন।তাঁর স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন। এ কারণে তিনি ভয় পেতেন। তিনি মারা গেলে সপ্তাহ পেরিয়ে গেলেও কেউ হয়তো জানতেই পারবেন না – এই নিয়ে আতঙ্কে থাকতেন।

আরও পড়ুন: ‘প্রয়াত’ মিয়া খলিফা! ফেসবুক পেজ ঘিরে শোরগোল, শোকে কাতর ভক্তরা