সন্ত রামানুচার্যের সহস্রাব্দী সমারোহ উপলক্ষ্যে ১৪ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার সেই উদযাপন পর্বের তৃতীয় দিন। ‘অষ্টাক্ষরী’ মন্ত্র উচ্চারণ করে সেই অনুষ্ঠানের সূচনা হয় গত ৩ ফেব্রুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠান। সন্ত রামানুচার্যের আধ্য়াত্মিকতায় উদ্বুদ্ধ হতে শহরের বহু মানুষ সেই মূর্তির পাদদেশে উপস্থিত হচ্ছেন।
সম্প্রতি সেখানে গিয়েছিলেন সস্ত্রীক তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি আর। তিনি জানিয়েছেন, শীঘ্রই এই পীঠস্থান হয়ে উঠবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর আজ, সন্ত রামানুচার্যের ২১৬ ফুট উচ্চতার মূর্তির উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হবে সেই অনুষ্ঠান।
আরও পড়ুন: ছাত্রদের উসকানি দেওয়ার অভিযোগ, গ্রেফতার ইউটিউবার Hindustani Bhau
‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’ সম্পর্কে রইল কিছু তথ্য:
২১৬ ফুটের মূর্তিটি শ্রী চিন্না জেয়ার স্বামী আশ্রমের ৪০ একর বিস্তৃত প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে।
জেয়ার এডুকেশন ট্রাস্টের আধিকারিক সূর্যনারায়ণ ইয়েল্লাপ্রগাদের মতে, ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’ বসা অবস্থায় থাকা মূর্তিগুলির মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।
এটি তার জন্মের এক হাজার বছর উপলক্ষে নির্মিত হয়েছে। প্রকল্পটির মোট ব্যয় প্রায় এক হাজার কোটি টাকা।
মূর্তিটি সোনা, রূপা, তামা, পিতল এবং টিন- এই পাঁচটি ধাতু দিয়ে তৈরি। ২০১৭ সালে কাঠামোটি নির্মাণ করা হয়েছিল। তবে অন্যান্য আরও নির্মাণের কাজ শেষ করতে চার বছর সময় লেগে গিয়েছে।
মূর্তিটি ভদ্রবেদী নামে একটি তিনতলা বিশিষ্ট ৫৪ ফুট কাঠামোর উপর নির্মিত একটি বিশাল পদ্মের উপর স্থাপন করা হয়েছে। ৬৩,৪৪৪ বর্গফুট এলাকা বিস্তৃত নিচতলায় রামানুজাচার্যের জীবন এবং তাঁর দর্শন ফুটিয়ে তোলা একটি গ্যালারি আছে।
দ্বিতীয় তলায় প্রায় তিন লক্ষ বর্গফুট এলাকায় রামানুজাচার্যের একটি মন্দির রয়েছে। সেখানে প্রতিদিন পুজোর জন্য তাঁর একটি ১২০ কেজি সোনার মূর্তি স্থাপন করা হবে।
১৪,৭০০ বর্গফুট বিস্তৃত উপরের তলায় একটি বৈদিক ডিজিটাল লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র রয়েছে।
ভদ্রবেদীর বাইরে মূর্তিটির চারপাশে ৩৪ একর জমিতে পাথরে নির্মিত ১০৮টি দিব্য দেশা ক্ষেত্র (দেশ জুড়ে অবস্থিত বৈষ্ণব মন্দির) দিয়ে ঘেরা।
আশ্রমের কর্মকর্তারা জানিয়েছেন, ওই মূর্তির কাছে লাগানো হয়েছে সব দেশের পতাকা। বিশ্ব জুড়ে সাম্যের বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ZyCov D: ভারতের প্রথম সূঁচবিহীন ভ্যাকসিন লঞ্চ হল বিহারে, জেনে নিন কী সেই টিকা?