U-19 World Cup 2022: Sourav Ganguly’s BCCI is giving 40 lakhs to each cricketer

U19 World Cup: আহমেদাবাদে সংবর্ধনা, বোর্ডের থেকে ৪০ লক্ষ টাকা করে পাচ্ছেন রবিরা

শনিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। পঞ্চম বারের মতো এই ট্রফি জিতেছে তারা। ভারতের জয়ে উচ্ছ্বসিত প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। ট্রফি জেতার পরেই বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

ভারত ম্যাচ জেতার পরেই প্রথমে টুইট করেন সচিব জয় শাহ। লেখেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বোর্ডের তরফে। তোমরা সবাই দেশকে গর্বিত করেছো।’

এরপরেই টুইট করেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, ‘অসাধারণ ভাবে বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অনেক অভিনন্দন। ওদের কৃতিত্বকে সম্মান জানাতে ৪০ লক্ষ টাকার সামান্য আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে বোর্ডের তরফে। কিন্তু ওদের প্রচেষ্টাকে কোনও মূল্য দিয়েই মাপা যায় না। অবিশ্বাস্য।’

আরও পড়ুন: ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়! ফেডারার, জোকারকে টপকে ইতিহাস গড়লেন Rafael Nadal

ভারতের অনূর্ধ্ব-১৯ দলর কোচ হিসেবে রয়েছেন হৃষিকেশ কানিতকর। বোলিং কোচ সাইরাজ বাহুতুলে এবং ফিল্ডিং কোচ মুনিশ বালি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর হিসেব রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। পাঁচ সদস্যের জুনিয়র নির্বাচক কমিটিতে রয়েছেন শরথ শ্রীধরণ, পথিক পটেল, কিশান মোহন, হরবিন্দর সিংহ সোধি এবং বাংলার রণদেব বসু।

ভারতীয় সময় আজ সকাল ১১টা-র পর অ্যান্টিগা থেকে রওনা দেবে টিম ইন্ডিয়া ৷আহমেদাবাদে ক্রিকেটারদের সংবর্ধনা দেবে বিসিসিআই ৷

আরও পড়ুন: জামসেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরির হ্যাটট্রিক, ডার্বি জিতল এটিকে মোহনবাগান