After mother tongue, most songs are in Bengali, here is the list of top 10 Bangla songs of Lata mangeshkar

Lata mangeshkar: মাতৃভাষার পর বেশি গান সবথেকে বাংলায়, রইল সেরা ১০ বাংলা গানের তালিকা

ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে বাঙালি ও বাঙালি সংস্কৃতির গভীর যোগযোগ ছিল। ১৯৫৬ সালে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে “প্রেম একবারই এসেছিল জীবনে” গানটি ছিল লতার গাওয়া প্রথম বাংলা গান। লতাকে বাংলা গান গাওয়ানোর ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এরপর সলিল চৌধুরিও লতাকে দিয়ে বহু কালজয়ী গান গাওয়ান। এছাড়া সতীনাথ মুখোপাধ্যায়ের সুরেও লতা বেশ  কিছু কালজয়ী বাংলা গান গেয়েছেন। সুধীন দাশগুপ্তর সুরেও কিছু বিখ্যাত গান গেয়েছেন। পরবর্তী সময় বহু সুরকারের সুরে লতা মঙ্গেশকর বাংলা গান গেয়েছেন। তবে সবচেয়ে বেশি গান তিনি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

কিংবদন্তি শিল্পী সেরা বাংলা গানগুলি এক নজরে দেখা যাক…

    • সাত ভাই চম্পা জাগো রে

    • আমি যে কে তোমার

    • অন্তবিহীন কাটে না আর যেন

    • আকাশ প্রদীপ জ্বলে

    • কেন কিছু কথা বলো না

আরও পড়ুন: Lata Mangeshkar Death: রাজবধূ হতে পারতেন লতা মঙ্গেশকর! ‘তাঁর’ জন্যেই রয়ে গেলেন আজীবন অবিবাহিত