বাস্তবেই প্রকৃত হিরো সোনু সুদ (Sonu Sood)। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আহত এক তরুণকে নিজে হাতে গাড়ি থেকে বের করে, কোলে তুলে নিয়ে গেলেন হাসপাতালে। অভিনেতার এহেন উদার-কীর্তিতে ধন্য ধন্য করছে নেটদুনিয়া।
ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার রাতে পাঞ্জাবের মগা জেলায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি। ঘটনাচক্রে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সোনু সুদ। দুর্ঘটনাস্থলেই গাড়ি থামিয়ে দেন অভিনেতা। গাড়ি থেকে নেমে সোজা কোলে তুলে নেন আহত যুবককে। আহতকে নিজের গাড়িতে তুলে নিয়ে হাসপাতালেও নিয়ে যান তিনি। জানা গিয়েছে, পরে ফোনে ব্যক্তির খোঁজ খবরও নিয়েছেন সোনু সুদ।
আরও পড়ুন: Lata Mangeshkar: বাংলা শিখতে শিক্ষক রাখেন লতা, পছন্দ করতেন এরাজ্যের মাছ, মিষ্টি, তাঁতের শাড়ি
তবে হাসপাতালেই পৌঁছে দিয়েই কিন্তু দায়মুক্ত হননি অভিনেতা। বরং তাঁর চিকিৎসার সমস্ত খরচ বহন করে ততক্ষণ অবধি সেখানে অপেক্ষা করেছেন, যতক্ষণ না আহতের জ্ঞান ফেরে। অভিনেতার এমন মহৎ কাজের ভিডিও পোস্ট করে তাঁর ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, ‘প্রত্যেকটা জীবনই দামি’।
Every Life Counts ?@SonuSood pic.twitter.com/veu5M6fcqU
— Sood Charity Foundation (@SoodFoundation) February 9, 2022
কুড়ি সালের অতিমারী আবহ থেকেই দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন সোনু। কখনও মাইলের পর মাইল হেঁটে চলা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। আবার কখনও বা পোয়াতি মহিলাকে সযন্তে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। দেশজুড়ে যখন অক্সিজেন সংকট তখন বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার, প্রয়োজনীয় ওষুধপত্র পাঠিয়েছেন সোনু। দুঃস্থদের মুখে দু’বেলা অন্ন তুলে দিয়েছেন। আবার করোনার কোপে অনাথ হয়ে যাওয়া শিশুদের লালন-পালনেরও দায়িত্ব নিয়েছেন।
আরও পড়ুন: Gehraiyaan মুক্তির আগে ফিরে দেখা দীপিকা পাড়ুকোনের সেরা ৭ অনস্ক্রিন চুম্বন দৃশ্য