India Beats West Indies in 2nd ODI to win Series

Ind Vs WI 2022: ফের ব্যর্থ কোহলি, অধিনায়ক রোহিতের জয়যাত্রা অব্যাহত

মোতেরায় ফের দেখা গেল ভারতীয় বোলারদের দাপট। ব্যাটাররা তেমন ভাবে সফল না হলেও বোলাররা জেতালেন দলকে। নজর কাড়লেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর ৪ উইকেটের দৌলতে দ্বিতীয় এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারাল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতে নিলেন রোহিত শর্মারা। অধিনায়ক হিসাবে নিজের প্রথম এক দিনের সিরিজ জিতলেন রোহিত। শুক্রবার সিরিজ ৩-০ করার লক্ষ্যে নামবেন তাঁরা।

এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৩৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ১৯৩ রানে। বল হাতে আগুন জ্বালান প্রসিদ্ধ কৃষ্ণা। ৯ ওভার হাত ঘুরিয়ে ১২ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি।

দাদাদের খেলা দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন এসেছিলেন ভাইরা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে সদ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এসেছেন যশ ধুলরা। স্টেডিয়ামে বসে তাঁরা দেখলেন রোহিত শর্মার দলের ‘দাদাগিরি’। ব্যাট করার সময়ে অবশ্য একসময়ে বেগ পেতে হয়েছিল ভারতীয় ব্যাটারদের। দ্রুত তিন-তিনটি উইকেট হারিয়ে একসময়ে ভারত ধুঁকছিল। রোহিত শর্মা (৫) শিক্ষানবিশের মতো আউট হন। এদিন ‘হিটম্যান’-এর সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ।

আরও পড়ুন: India vs West Indies T20: আমদাবাদে দর্শক প্রবেশের অনুমতি নেই, ইডেন গার্ডেনে কী হবে

ব্যাট হাতে ব্যর্থ হন পন্থ (১৮)। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলিও (১৮)। দ্রুত তিন উইকেট চলে যাওয়ার পরে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। দু’জনে ৯১ রানের পার্টনারশিপ গড়েন। ভুল বোঝাবুঝিতে রান আউট হন লোকেশ রাহুল (৪৯)। সূর্যকুমার খেলেন ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষের দিকে দীপক হুডা (২৯) ও ওয়াশিংটন সুন্দরের (২৪) লড়াইয়ে ভারত পৌঁছায় ২৩৭ রানে।

ভারতের রান তাড়া করতে নেমে শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজও দ্রুত উইকেট হারায়। ক্যারিবিয়ান শিবিরে শুরুতে ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর বলের জবাব খুঁজে পাচ্ছিলেন না ক্যারিবিয়ান ব্যাটাররা। ব্র্যান্ডন কিং (১৮) এবং ড্যারেন ব্রাভোকে (১) ফেরান তিনি। চাহালের শিকার শাই হোপ (২৭)। কৃষ্ণার বলে নিকোলাস পুরানকে (৯) স্লিপে ধরেন রোহিত। ব্রুকস প্রতিরোধ গড়়ার চেষ্টা করেন। ব্যক্তিগত ৪৪ রানে তাঁকে ফেরান হুডা। রান পাননি হোল্ডারও (২)। আকিল হোসেন (৩৪) ও অ্যালেন (১৩) কিছুটা লড়ছিলেন।

সিরাজ ফেরান অ্যালেনকে। শার্দুল ঠাকুরের বলে উইকেটের পিছনে পন্থের হাতে ধরা পড়েন আকিল হোসেন। তার পরেও লড়াই যান স্মিথ (২৪)। কিন্তু ওয়াশিংটনের বলে তিনি ফিরতেই ক্যারিবিয়ানদের জয়ের আশা শেষ হয়ে যায়। পুরো ৫০ ওভার খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৬ ওভারেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের প্রতিরোধ। দ্বিতীয় ওয়ানডেতে নজর কাড়লেন ভারতের তরুণরা।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় অতীত, বাংলা রনজি দল থেকেও নিজেকে সরিয়ে নিলেন ঋদ্ধিমান সাহা