‘Go Back Slogan’, Suvendu rushed towards Ashutosh College students

ঘিরে ‘গো ব্যাক স্লোগান’, আশুতোষ কলেজে পড়ুয়াদের দিকে তেড়ে গেলেন Suvendu

চার পুরনিগমে তৃণমূলের বড় জয়ের দিন হাজরাতে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পুরভোটে ভরাডুবির পর মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশুতোষ কলেজের সামনে গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন পড়ুয়াদের দিকে! কোনওমতে পরিস্থিতি সামাল দিলেন নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা।

এদিন কলকাতায় পুলওয়ামা শহিদ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান আয়োজন করে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতি। আশুতোষ কলেজের বাইরে সেই অনুষ্ঠানে যোগ দিতে যান শুভেন্দু অধিকারী। কিন্তু যখন অনুষ্ঠানস্থলে পৌঁছন, তখন বিরোধী দলনেতাকে কার্যত ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন প্রায় শতাধিক পড়ুয়া। আর তাতেই ঘটে বিপত্তি।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজ্যপালের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে, আগামী সপ্তাহেই হতে পারে শুনানি

বিক্ষোভের মুখে পড়ে তড়িঘড়ি চলে যান শুভেন্দু। কিন্তু যাওয়ার সময়ে গাড়ি জানলা থেকে হাত তুলে পড়ুয়াদের চড় দেখান তিনি। এমনকী, এক সময়ে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতেও দেখা যায় বিরোধী দলনেতাকে। কোনওমতে তাঁকে নিরস্ত্র করেন নিরাপত্তারক্ষী। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিসও।

আরও পড়ুন: প্রেমের সপ্তাহে আবারও সাত পাকে বাঁধা পড়লেন মদন মিত্র, চিনে নিন পাত্রীকে