Suhana Khan looks stuns fans with a red Manish Malhotra saree

লাল শাড়ি- ব্লাউজে চমক শাহরুখ কন্যা সুহানার, আকুল ভক্তদের হৃদয়

বিদেশে বা দেশের মাটিতে যতবার দেখা গিয়েছে, শাহরুখ কন্যা কিন্তু ফ্যাশনেবল পশ্চিমী পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য থেকেছেন। বিয়ের অনুষ্ঠানগুলিতে অসাধারণ সব লেহেঙ্গা পরলেও বোল্ড ও পশ্চিমী পোশাকগুলি যে তাঁর বেশ পছন্দের তা সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে পোস্ট দেখলেই বোঝা যায়। কিন্তু সম্প্রতি তিনি যে নয়া অবতারে সামনে এসেছেন, তাতে বোঝা যাচ্ছে, দ্রুত বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। কারণ মনীশ মালহোত্রার ডিজাইনার লাল শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন শাহরুখ-গৌরী খানের মেয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Manish Malhotra (@manishmalhotra05)

টুকটুকে লাল রঙের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরেছেন সুহানা। ক্যামেরার থেকে দূরে অন্যদিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। ঢেউ খেলানো চুল পনিটেইল বাঁধা। কানে বড় বড় কানের দুল এবং কপালে ছোট্ট টিপ পরেছে সে। সুহানার মা তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান তাঁর এই লুক দেখে বেশ প্রশংসা করেছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার। তিনি মণীশের পোস্ট করা ছবির কমেন্ট বক্সে লিখেছেন, ‘এটা তো লাল!! জিনিসটা ভালোবেসে ফেলেছি মণীশ’। সুহানা ছবির কমেন্ট বক্সে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। ভাবনা পাণ্ডে সুহানার এই লুক দেখে লিখেছেন, ‘অসাধারণ’।

আরও পড়ুন: বিগবস মিটতেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন Rakhi Sawant! বিয়ে হয়েছিল তো? প্রশ্ন নেটিজেনদের

সদ্য নিউ ইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে মুম্বইয়ের বাড়িতে ফিরেছেন সুহানা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিসক স্কুল অব আর্টসে ফিল্ম স্টাডিজ নিয়ে লেখাপড়া করত সে।  এই সপ্তাহান্তে বেঙ্গালুরুতে দাদা আরিয়ান খানের সঙ্গে আইপিএলের নিলামে যোগ দিয়েছিলেন সুহানা খান। দুজনেই বাবা শাহরুখ খানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সেখানে। সুহানার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ২৪ লক্ষেরও বেশি।  আগাগোরাই অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে সুহানার। অভিনেত্রী হতে চান বলে জানিয়েছেন তিনি। এবার ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছেন শাহরুখ কন্যা।

আরও পড়ুন: Pori Moni-Razz: বৈধ নয় পঞ্চম বিয়ে! পরীমনি ও তাঁর ‘স্বামী’ রাজকে আইনি নোটিশ