India beat West Indies India won by 6 wickets

India vs West Indies: ইডেনে ঝলমলে রবি-ভেঙ্কটেশরা, জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

ইডেনে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে নিল নেতা রোহিত শর্মার ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ ম্যাচে এগিয়ে গেল ভারত। সাদা বলের লড়াইয়ে পরপর চার ম্যাচ জিতে ফেললো টিম ইন্ডিয়া। পরের দুটি ম্যাচ ১৮ আর ২০ ফেব্রুয়ারি। এই ইডেনেই।

এদিন কার্যত দর্শকশূন্য ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন ভুবি। কিন্তু এরপর জুটি বেঁধে ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করেন নিকোলাস পুরান এবং মেয়ার্স। দলগত ৫১ রানের মাথায় মেয়ার্স আউট হলে খেই হারিয়ে ফেলেন ক্যারিবিয়ানরা।

একদিকে পুরান লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। একটা সময় ১৪ ওভারে ৯০ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে ক্যারিবিয়ানরা। যদিও শেষদিকে পোলার্ড এবং পুরানদের মারকুটে ইনিংসের সৌজন্যে ১৫৭ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। পুরান ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পোলার্ড করেন ২৪ রান। ভারতের হয়ে এদিন দুর্দান্ত অভিষেক করেছেন রবি বিষ্ণোই। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। হর্ষল প্যাটেল ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন।

আরও পড়ুন: IPL Auction 2022: আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিন্টা, স্পষ্ট জানিয়ে দিলেন কারণ

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন অধিনায়ক রোহিত এবং ইশান কিষান। প্রথম ৬ ওভারে ৬০ রানের কাছাকাছি পৌঁছে যায় টিম ইন্ডিয়া। কিন্তু এরপর রোহিতের উইকেটের পতন ঘটতেই বদলে যায় খেলার গতি। ১৯ বলে ৪০ রান করেন রোহিত। ঈশান কিষান এদিন একেবারেই ছন্দে ছিলেন না।

৪২ বলে তিনি করেন ৩৫ রান। কোহলি ১৩ বলে করেন ১৭ রান। এদিনও রান আসেনি তাঁর ব্যাট থেকে। আরও একবার হতাশ করেন ঋষভ পন্থ। ৮ বলে ৮ রান করেন তিনি। একটা সময় ১১৪ রানে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার শেষপর্যন্ত ভারতকে জয় এনে দেন। সূর্য ১৮ বলে ৩৪ এবং ভেঙ্কি ১৩ বলে ২৪ রান করেন। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: Lionel Messi: রোনাল্ডোকে টপকে যাওয়ার পথে লজ্জার রেকর্ড গড়ে ফেললেন মেসি