এশিয়ার বৃহত্তম কয়লা প্রকল্প বীরভূমের দেউচা-পাচামির (Deucha-Pachami) কাজ নিয়ে বিরোধিতা চলছেই। নানা সময়ে বিরোধী দলের একাধিক ব্যক্তিত্ব সেখানে গিয়ে জোর করে জমিদখলের অভিযোগ তুলে প্রকল্পের কাজ বন্ধের ডাক দিয়েছেন। আদিবাসীদের বঞ্চিত করার অভিযোগও উঠেছে। এসব নিয়ে এবার সরাসরি আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বিরোধীদের ‘চক্রান্ত’ নিয়ে সরব হলেন তিনি। সাফ জানালেন, ”ওখানে টাকা নিয়ে কোনও কোনও খাদান মালিক ভুল বোঝাচ্ছেন।” এরপরই তাঁর নির্দেশে মুখ্যসচিব জানান, দেউচা-পাচামি প্রকল্পের পুনর্বাসন প্যাকেজের অঙ্ক বাড়ানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘খাদান মালিকরা জমি দিতে বারণ করছেন। কিন্তু তা ঠিক নয়। সরকার কারও কাছ থেকে জোর করে জমি নিচ্ছে না। আমাদের নিজস্ব জমি আছে। সেই জমিতে প্রকল্পের কাজ শুরু হবে। আরও যে জমির প্রয়োজন তা যদি সরকারের ক্ষতিপূরণ নিয়ে কেউ দেন তবে সেই জমি নেওয়া হবে। না দিলে সেই জমি বাদ দিয়েই প্রকল্পের কাজ হবে।’’
আরও পড়ুন: COVID Restrictions: তুলে দেওয়া হোক বিধিনিষেধ; রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
এই প্রকল্পের ক্ষতিপূরণের বিষয়ে বিস্তারিত বলতে মুখ্যমন্ত্রী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন। মুখ্যসচিব বলেন, ‘‘জমির দামের চেয়ে দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়ি তৈরির জন্য পাঁচশোর বদলে সাতশো বর্গফুট জমি দেওয়া হবে। যাঁরা বাড়ি নেবেন না তাঁদের বাড়ি তৈরির অর্থ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা করা হবে। এ ছাড়া এককালীন দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে। খাদান মালিকদের জন্যও ক্ষতিপূরণের প্যাকেজ দেওয়া হবে।’’
সোমবার বিধানসভা ভবনে সাধন পাণ্ডের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রায় লক্ষাধিক ছেলে–মেয়ের চাকরি হবে। পাঁচটা রাজ্যের হাতে ওই প্রকল্প ছিল। আমরা অনেক লড়াই করে ওই প্রকল্প ছিনিয়ে এনেছি। এই প্রকল্পটি কার্যত ৫ রাজ্যের সঙ্গে লড়াই করে আমরা ছিনিয়ে এনেছি। কোনও দখলদারি করছি না। দেউচা–পাচামি কয়লা ব্লক তৈরি হলে আগামী ১০০ বছর বিদ্যুতের কোনও সমস্যা হবে না। আর বিরোধীরা শুনে রাখুন, আপনারাও দায়ী থাকবেন চাকরি ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য।’
আরও পড়ুন: Sadhan Pande: প্রয়াত নেতার দখলে সেই রেকর্ড, যা স্বয়ং তাঁর দলনেত্রীরও নেই!