নতুন অ্যাকশন থ্রিলার নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা জন আব্রাহাম।ছবির নাম ‘তেহরান’।
ছবির একটি পোস্টারও এদিন অনুরাগীদের জন্য শেয়ার করেছেন জন, তাতে দেখা গিয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হচ্ছে নতুন এই অ্যাকশন থ্রিলার ৷ তিনি লিখেছেন, “২০২৩ সালে একটি অ্যাকশন প্যাকড সাধারণতন্ত্র দিবসের জন্য প্রস্তুত হন। আমার পরবর্তী ছবি তেহরান-এর ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত! (Tehran is releasing in cinemas on 26 January 2023)” ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ গোপালন ৷ কাহিনি লিখেছেন ঋতিশ এবং আশিষ বর্মা ৷
আরও পড়ুন: Hijab Row: হিজাবীদের পাশে দাঁড়িয়ে টুইট ‘দঙ্গলকন্যা’ জাইরা ওয়াসিমের (Zaira Wasim)
Get set for an action packed Republic Day 2023. Thrilled to announce my next, #Tehran!
Directed by #ArunGopalan, produced by #DineshVijan, @ShobhnaYadava, @LeyzellSandeep. Written by @writish & @ashishpverma. @MaddockFilms @bakemycakefilms pic.twitter.com/qy4ZO6n5im— John Abraham (@TheJohnAbraham) February 22, 2022
ধুম-এর অভিনেতার সঙ্গে কে কে থাকছেন সেই নিয়ে খবর না মিললেও, আগামী বছর ২৬জানুয়ারি ছবি মুক্তি পাবে বলেই আগাম জানানো হয়েছে পোস্টারে।অবশ্য তার আগেই পর্দায় আগেই পয়লা এপ্রিল পর্দায় আসছে জনের নতুন ছবি ‘অ্যাটাক-পার্ট 1’ ।ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাকুলপ্রীত সিং ও জ্যাকলিন ফার্নান্ডেজ।ধুন্ধুমার এই অ্যাকশন ফিল্ম নিয়ে ভক্তদের উন্মাদনা রয়েছে তুঙ্গে।
সত্য ঘটনার ওপর আধারিত এই ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে শোভনা যাদব, দীনেশ বিজন এবং সন্দীপ লেজেলের ওপর ৷
আরও পড়ুন: Raj Kundra: রাজ কুন্দ্রা মামলায় নতুন মোড়, গ্রেফতার আরও ৪, সামনে এল চাঞ্চল্যকর তথ্য