সঞ্জয় লীলা বনশালির আগেও তাঁর দু’টি ছবির নাম বদল করেছেন আদালতের নির্দেশে, ‘রামলীলা’, ‘পদ্মাবত’। এ বারে একই সমস্যায় জড়াল ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। ছবি ঘিরে বিতর্কে এ বার মধ্যস্থতা করল দেশের শীর্ষ আদালত। আগামী শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি আলিয়া ভাট অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার দু’দিন আগে বুধবার শীর্ষ আদালতের পরামর্শ, নির্মাতা এবং গঙ্গুবাইয়ের পরিবারের দ্বন্দ্ব মেটাতে এই ছবির নাম বদলে ফেলা যায়।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। আইনি জটে জড়িয়েছিল ‘গঙ্গুবাই কাথিওয়াড়ি’। হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ অবলম্বনে তৈরি এই ছবি। গঙ্গুবাইের পরিবার আইনি নোটিশ ধরিয়েছিল পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বনশালিকে এবং লেখক হুসেন জাইদিকে। মানহানির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আলিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে এই মামলায়।
আরও পড়ুন: Aryan Khan Debut: বলিউডে ডেবিউ আরিয়ান খানের, শুরু সিনেমা-ওয়েব সিরিজের কাজ
গঙ্গুবাইয়ের দত্তক পুত্রের আইনজীবী নরেন্দ্র দুবে বলেন, “আমার মাকে যৌনকর্মী হিসেব দেখানো হয়েছে ছবিতে। লোকে এখন আমার মায়ের সম্পর্কে কটু কথা বলছে।” গঙ্গুবাইয়ের পরিবারের আইনজীবী জানান, ছবির প্রচার ঝলক দেখে পরিবারের সদস্যরা আঘাত পেয়েছেন। তাঁর কথায়, “গঙ্গুবাইয়ের চরিত্রকে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন ভাবে ছবিতে তুলে ধরা হয়েছে ছবিতে। এক জন সমাজকর্মীকে যৌনকর্মী হিসেবে দেখানো হয়েছে।”
বম্বে হাইকোর্টে এই ছবির বিরুদ্ধে মামলা করেন কামাঠিপুরা অঞ্চলের বাসিন্দারা। তাঁদের দাবি, গোটা কামাঠিপুরা অঞ্চলকে ছবিতে যেভাবে যৌনপল্লী হিসেবে দেখানো হয়েছে তা একেবারে ঠিক নয়। কামাঠিপুরার এম এল এ আমিন প্যাটেল এবং শ্রদ্ধা সার্ভে দুটি জনস্বার্থ মামলা দায়ের করেন।এদিন অব্যশই ওই দু’টি মামলায় খারিজ করেছে বম্বে হাইকোর্ট।