আক্ষরিক অর্থেই আরজি কর((RG Kar Hospital) হাসপাতাল পেল লটারি। প্রায় চার বছর ধরে বন্ধ অবস্থাতেই পড়ে ছিল হাসপাতালের ট্রমা কেয়ারের উল্টো দিকে থাকা ওয়াটার এটিএম। এখান থেকে ২টাকার বিনিময়ে জল পাওয়া যেত। কিন্তু বিকল হয়ে যাওয়ায় চার বছরেরও বেশি সময় ধরে বন্ধ পড়ে সেই ওয়াটার এটিএম। এই পরিষেবা এখন পান না রোগীর পরিবারের সদস্যরা ।
ওয়াটার ট্যাঙ্কের মেশিন খুলতেই দেখা যায়, প্রচুর ২টাকার কয়েন উদ্ধার হয়। যার মোট মূল্য ৫৬ হাজার টাকারও বেশি। ২০১৮-১৯ সাল থেকে বন্ধ ছিল ওয়াটার এটিএম। এতদিনে কেউ তা দেখেননি।
এই টাকা দিয়ে কী হবে? হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই টাকা দিয়ে ফের সেই ওয়াটার এটিএমটি সারিয়ে তোলা হবে। সাধারণ মানুষ পুণরায় এই ওয়াটার এটিএমটি ব্যবহার করুক, এটাই চান হাসপাতাল কর্তৃপক্ষ।
সপাতালের এক আধিকারিক বলেন, “এতদিনে কারোর নজরে পড়েনি বিষয়টি। কোভিডকালে এমনিই বিভিন্ন রকমের চাপ ছিল। গরম আসছে ভেবে ফের ওয়াটার এটিএম চালু করার কথা ভাবা হয়। যান্ত্রিক ক্রটিতে বন্ধ ছিল সেটি। মেশিন খুলতেই দেখা যায় গুচ্ছ গুচ্ছ ২ টাকার কয়েন ভর্তি সেখানে। ৫৬ হাজারেও বেশি টাকা উদ্ধার হয়েছে। তা দিয়েই এই মেশিন সারানো হবে। ”