যুদ্ধ ছাড়া আর কোনও উপায় ছিল না। এই বলেই সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের একাধিক দেশ শান্তির বার্তা দেওয়ার পরও সে সব তোয়াক্কা না করে বৃহস্পতিবার ভোরেই অভিযানের কথা ঘোষণা করেন পুতিন। আর সেই ঘোষণার পরই ইউক্রেন জুড়ে তৈরি হয়েছে সঙ্কট। একের পর এক প্রদেশে প্রবেশ করে কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে রুশ সেনা। ঘোষণার ২৪ ঘণ্টা পর যখন রাশিয়া সাফল্যের খতিয়ান দিচ্ছে, অন্যদিকে তখন রাশিয়ার রাজপথেই উঠল যুদ্ধ-বিরোধী রব। রাস্তায় নেমে যুদ্ধের বিরুদ্ধে স্লোগান তুললেন বহু রাশিয়ান।
The main street in St Petersburg, Russia tonight.
The crowd is chanting "No to War!" "Shame!" & "Ukraine is not our enemy!" #янемолчу
From @Lemmiwinks_III:
pic.twitter.com/B6DjimkM4Y— Nick Knudsen (@NickKnudsenUS) February 24, 2022
আরও পড়ুন: কেন যুদ্ধের মুখোমুখি ইউক্রেন-রাশিয়া, জেনে নিন কারণগুলি
We are in downtown Moscow where hundreds are protesting against the Ukraine invasion. Arrests. A large police presence. It takes a special kind of bravery to protest in Putin’s Russia – especially on the day he sends his country to war. pic.twitter.com/zDJEEKU03m
— James Longman (@JamesAALongman) February 24, 2022
If you go to the hashtag #янемолчу you will see many Russians voicing their opposition to Putin’s war.
— Nick Knudsen (@NickKnudsenUS) February 24, 2022
ভ্লাদিমির পুতিন যে কতটা ভয়ংকর হতে পারেন, সেটা গোটা বিশ্ব জানে। জানেন রাশিয়ার আমনাগরিকও। তবু, শান্তির স্বার্থে শাসকের সেই রক্তচক্ষু উপেক্ষা করেই প্রতিবাদে শামিল হলেন হাজার হাজার রাশিয়ান। বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোর রাস্তা মুখরিত হল, ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ ধ্বনিতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেসব ভিডিও। আর শুধু মস্কো নয়, রাশিয়ার অন্যান্য প্রান্তেও একইভাবে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন শান্তিকামীরা। দোর্দণ্ডপ্রতাপ শাসকের বিরুদ্ধে শান্তিকামীরা গর্জে উঠে বলছেন, ‘যুদ্ধ নয়, শান্তি চাই। পুতিন (Vladimir Putin) হিটলারের মতোই ভয়ংকর। ওকেই গ্রেপ্তার করা উচিত।’
কিন্তু এইসব বিক্ষোভকারীকে দমন করতে আয়রন হ্যান্ড নীতি নিয়েছে পুতিন সরকারও। অ্যাসোসিয়েট প্রেস সূত্রের খবর, সব মিলিয়ে বৃহস্পতিবার হাজারের বেশি যুদ্ধবিরোধীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কিন্তু তাতেও দমে যাননি বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে পুলিশের সামনে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের বলতে শোনা গিয়েছে, ‘আমাদের নয়, পুতিনকে গ্রেপ্তার করুন। ও ভিলেন।’
শুধু সাধারণ মানুষই নয়, যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাশিয়ার সাংবাদিক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারাও। একাধিক সংবাদমাধ্যের তরফে ইউক্রেনে রুশ অভিযানের বিরুদ্ধে আবেদন জানানো হয়েছে। এ ছাড়া রাশিয়ার মিউনিসিপ্যালিটিগুলির দায়িত্বে থাকা ডেপুটিরাও প্রতিবাদ জানিয়েছেন, রুশ হামলার নিন্দাও করেছেন তাঁরা।
আরও পড়ুন: Russia-Ukraine crisis : ইউক্রেনে হামলা চালাল রাশিয়া, কিয়েভে শোনা গেল মারাত্মক বিস্ফোরণের শব্দ