তুলা রাশি
তুলা রাশির জাতিকারা অত্যন্ত আমুদে ও সামাজিক। ঘরে ও বাইরে দুটোই সমান ভাবে সামাল দিতে তাঁদের জুড়ি নেই। তারা মিষ্টভাষী, ফলে স্বামীর যোগ্য সঙ্গিনী হয়ে থাকেন। তাঁরা জানেন কী ভাবে সমস্যার সময়ে মাথা ঠাণ্ডা রেখে সমাধানের চেষ্টা করতে হয়। সঙ্গীর বাজে ব্যবহারেও তারা ধৈর্যহারা হন না, অনেক বড় অপরাধও ক্ষমা করে দিতে পারেন। তুলার জাতিকাদের কাছে অর্থের চেয়ে ভালোবাসা বড়। সঙ্গীর কাছ থেকে তারা পর্যাপ্ত সম্মান ও ভালোবাসা আশা করেন আর সেটা পেলেই সন্তুষ্ট তুলা জাতিকারা। সন্তানদেরও একই মূল্যবোধ দিয়ে বড় করে তোলেন।
বৃশ্চিক রাশিকোনও কিছুর জন্যেই কারোর ওপরে নির্ভর করা পছন্দ করেন না বৃশ্চিক রাশির মহিলারা। ফলে স্বামীর ওপরে কোনও দিক দিয়ে তাঁরা বোঝা নন। তাঁরা আবেগী ও সৌন্দর্যপ্রিয়, কিন্তু জানেন পৃথিবীকে কী ভাবেসামাল দিতে হয়। সংসারের রণভূমিতে সঠিক কৌশলের অভাব তাঁদের কখনও হয় না। সন্তানদের সঠিক পরিবেশে বড় করতে বৃশ্চিক রাশি মহিলারা সিদ্ধহস্ত।
আরও পড়ুন: Holi 2022: অর্থ সমস্যা দূর করতে দোলের একদিন আগে এইসব নিয়ম পালন করুন