RBI stops Paytm Payments Bank from onboarding new customers

দুর্নীতির আশঙ্কা! Paytm পেমেন্ট ব্যাঙ্কে খোলা যাবে না নয়া অ্যাকাউন্ট, নির্দেশ RBI-র

পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের (Paytm Paymenys Bank) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)৷ নতুন করে আর কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না সেখানে৷ যার অর্থ পেটিএম পরিষেবা পেতে নতুন কোনও গ্রাহক এর সঙ্গে যুক্ত হতে পারবে না৷ শুক্রবার এমনটাই নির্দেশ দিল আরবিআই৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা৷

শুক্রবার একটি সরকারি বিবৃতিতে আরবিআই জানিয়েছে, পিটিএম-কে একটি অডিট ফার্ম নিয়োগ করে আইটি সিস্টেমের হিসেব-নিকেশ করতে হবে। সংশ্লিষ্ট অনলাইন পেমেন্ট সংস্থার বেশ কিছু বিষয়ে নজর দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্কিং রেগুলেশন আইন ১৯৪৯-এর ৩৫এ ধারা বলে আরবিএই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আরবিআই জানিয়েছে, আইটি অডিটরের রিপোর্ট সন্তোষজনক মনে হলে তবেই নতুন গ্রাহকদের সেখানে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে৷

আরও পড়ুন: Punjab Election Results 2022: ঝাড়ুতে সাফ কংগ্রেস! পঞ্জাবে সরকার গড়ার পথে আপ

গত ডিসেম্বরে পেমেন্ট ব্যাঙ্ক হিসেবে কাজ করার অনুমোদন পায় পেটিএম৷ ৩৩ কোটি ওয়ালেটকে সাপোর্ট জুগিয়ে চলেছে ব্যাঙ্কগুলি৷ ৮৭ হাজারের বেশি অনলাইন কারবার এবং ২ কোটির বেশি স্টোরে পেটিএমের সাহায্যে লেনদেন করা হয়৷ কিন্তু কয়েকটি বিষয়ে নিরীক্ষণের পর কিছু গুরুত্বপূর্ণ চিন্তা সামনে আসে৷ যার প্রেক্ষিতে এমন কড়া অবস্থান নিল আরবিআই৷ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ৫১ শতাংশ রয়েছে সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার কাছে৷

অন্য দিকে, এর আগে আরবিআই-র জরিমানার মুখে পড়েছে পেটিএম। গত বছরের অক্টোবরে আরবিআই-এর নিয়ম ভঙ্গের অভিযোগে এক কোটি টাকা জরিমানা করা হয় তাদের। যদিও পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে শিডিউল পেমেন্ট ব্যাঙ্কেরও তকমা দিয়েছে আরবিআই। যার ফলে পেটিএম অন্য কোনও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্বারা জারি করা রিকোয়েস্ট অব প্রপোজাল বা আরপিএফ-এ অংশ নিতে পারে। এছাড়া, পেটিএম ব্যাঙ্ক সরকার পরিচালিত ফিনান্সিয়াল এনক্লোজার প্রকল্পেও অংশ নিতে পারে।

আরও পড়ুন: ‘জিত কা চৌকা’ পালনে মোদীর পাশে নাড্ডা, শাহ কোথায়- প্রশ্নে উঠে আসছে যোগীর নাম