ICC Women’s Cricket World Cup টুর্নামেন্টে প্রথম জয় অর্জন করল বাংলাদেশ। চলতি বিশ্বকাপে বাঘিনী ব্রিগেড পাকিস্তানকে ৯ রানে পরাস্ত করেছে। পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার সিদরা আমিন ১০৪ রানের দুরন্ত একটা ইনিংস উপহার দিলেও, শেষপর্যন্ত তা আর কাজে লাগেনি। সোমবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ যে কার্যত ইতিহাস সৃষ্টি করল, তা বলা যেতেই পারে।
বাংলাদেশের পুরুষ দলের বিশ্বকাপে অভিষেক হয়েছিল ১৯৯৯ সালে। সেবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় পেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, আক্রম খানরা। জাহানারা আলমরাও সেই তৃতীয় ম্যাচেই এবারের মহিলাদের বিশ্বকাপের প্রথম জয় পেলেন। অথচ এই ম্যাচটা একটা সময়ে হেলে পড়েছিল পাকিস্তানের দিকে। সেই জায়গা থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম জয় কেড়ে নিল বাংলাদেশ।
Bangladesh beat Pakistan by 9 runs to win their first ever ICC Women's Cricket World Cup match ?#CWC22 pic.twitter.com/ktZkJXB7DX
— ICC (@ICC) March 14, 2022
আরও পড়ুন: Shane Warne: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত শেন ওয়ার্ন
২৩৫ রান তাড়া করতে নেমে শুরুটা জবরদস্ত করেছিল পাকিস্তান। বিধ্বংসী ফর্মে ছিলেন আমিন। তিনি নাহিদা খানের সঙ্গে ৯১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর বিসমাহ মারিফের (৩১) সঙ্গে আরও ৬৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। আমিনের ইনিংসের উপরে ভর করে পাকিস্তান বেশ ভালোই এগোচ্ছিল। একটা সময় ২ উইকেটে তারা ১৮৩ রান তুলে ফেলে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলার ফাহিমা খাতুন। তিনি ৩৮ রানে ৩ উইকেট শিকার করে বিপক্ষের মেরুদণ্ড একেবারে ভেঙে দেন।
একটা সময় এমন পরিস্থিতি দাঁড়ায় যে ১৮৮ রানে সাত উইকেট পড়ে যায় পাকিস্তানের। অবশেষে ৯ উইকেটে ২২৫ রান করেই আটকে যায় পাকিস্তান মহিলা ক্রিকেট দল।চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা এবং নিউ জিল্যান্ডের কাছে তারা হেরে গিয়েছিল। অন্যদিকে চতুর্থ ম্যাচে পরাস্ত হল পাকিস্তান। এই নিয়ে তারা বিশ্বকাপের টানা ১৮ ম্যাচে পরাজয় স্বীকার করে নিল।
বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা বলেছেন, ‘এই জয় শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারব না। এটা আমাদের প্রথম বিশ্বকাপ, আর তাতেই আমাদের প্রথম জয়। ইতিহাস তৈরি করেছি আমরা। হ্যামিল্টনে যে স্পিন কাজ করে, দুটো ম্যাচে দেখেছিলাম। আমার মনেই হয়েছিল, সালমা যদি ওর সেরাটা দিতে পারে, আমাদের কাজটা সহজ হয়ে যাবে।’ লেগস্পিনার ফাহিম খাতুনও বলছেন, ‘আমি যে কোনও পরিস্থিতিতে সেরা দেওয়ার চেষ্টা করি। চাপেও মধ্যেও টেনশনে পড়ি না। ঠিক জায়গায় বলটা রাখার চেষ্টা করেছিলাম। টিমকে সাফল্য দিতে পেরে ভালো লাগছে।’
আরও পড়ুন: India vs Sri Lanka 2022: আড়াইদিনেই শেষ দ্বিতীয় খেলা, টেস্টেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা