শারীরিক অবস্থার অবনতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। মঙ্গলবার হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা যায়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি করা হয়েছে। বর্তমানে তিনি রাঁচির রিমস হাসপাতালে চিকিৎসাধীন।
রিমস অধিকর্তা বলেন, “লালুপ্রসাদের হৃদ্যন্ত্রে এবং কিডনিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। আরও ভাল চিকিৎসার জন্য তাঁকে দিল্লির এমসে পাঠানো হচ্ছে।” জানা গিয়েছে, তাঁর কিডনির ৮০ শতাংশই কাজ করছে না। চিকিৎসকরা জানিয়েছেন, লালু প্রসাদ যাদবের কিডনি ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত তাঁর কিডনির কার্যকারিতার মাত্রা ক্রমশ খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ছে। চিকিৎসকদের মতে, অবস্থার উন্নতি না হলে আগামীতে ডায়ালিসিস করা হবে।
আরও পড়ুন: Kashmiri Pandits : কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলেই বাড়ি ফাঁকা করে দেওয়া হবে : সিআরপিএফ
ডোরান্ডা ট্রেজারি মামলায় গত ১৫ ফেব্রুয়ারি লালুকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে ঝাড়খণ্ড হাই কোর্ট। সেই সঙ্গে ৬০ লক্ষ টাকা জরিমানাও করা হয় তাঁকে। গত ১১ মার্চ জামিনের আবেদন করেছিলেন লালু। কিন্তু তাঁর সেই আবেদন ১ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে ঝাড়খণ্ড হাই কোর্ট। উল্লেখ্য, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালুকে। অবশ্য শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন তিনি।
৯৫০ কোটি টাকার আর্থিক তছরুপের মোট পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু। ১৯৯৬ সালে এই কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আনেন প্রাণীসম্পদ দফতরের ডেপুটি কমিশনার অমিত খারে। ১৯৯৭ সালে সিবিআই লালুপ্রসাদের বিরুদ্ধে চার্জশিট আনে।
আরও পড়ুন: Bihar: হোলি খেলতে গিয়ে গণধর্ষনের শিকার নাবালিকা, চোখ উপড়ানো দেহ মিলল নর্দমায়