Rampurhat Clash: 8 Dead body buried in the presence of DM and SP

Rampurhat Clash: থমথমে গোটা এলাকা, রাতেই বগটুইয়ে সমাধিস্থ করা হল ৮টি দেহ

রামপুরহাটের বগটুইয়ের অগ্নিদগ্ধ হয়ে নিহত হওয়া ৮ জনের দেহ সমাধিস্থ করা হল। মঙ্গলবার রাতে বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সমাধিস্থ করা হয় ওই দেহগুলি। পাশাপাশি, মৃতদের পরিচয়ও সামনে এসেছে। তাঁদের শনাক্ত করেছেন জনৈক আলাউদ্দিন শেখ।

আলাউদ্দিন জানান, মৃতদের মধ্যে রয়েছেন তাঁর শ্যালক, শ্যালিকা এবং তাঁদের সন্তান। এ ছা়ড়াও আরও কয়েক জন তাঁর পরিচিত বলে জানান আলাউদ্দিন। তাঁর দাবি, নিহতদের মধ্যে রয়েছেন মিনা বিবি। তাঁর বয়স ৪৫ বছর। এ ছাড়া নূরনিহার বিবি ( ৫৮), রুপালি বিবি (৪০), বানি শেখ (৪০), মিহির শেখ (৩৫), নেকলাল শেখ (৪০) ও রয়েছেন। রয়েছে দু’টি শিশুও। আলাউদ্দিনের দাবি, এঁদের খুন করা হয়েছে। তবে কাউকে তিনি সন্দেহ করছেন কি না, এ নিয়ে কিছু বলতে চাননি।

সোমবার রামপুরহাটের বগটুইগ্রামে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় স্থানীয় তৃণমূল নেতা তথা রামপুরহাট-১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখের। এরপরেই এলাকার ১০টি বাড়িতে আগুন লাগে। বিরোধীদের অভিযোগ, ভাদু শেখের মৃত্যুর বদলা নিতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। এই যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। ঘটনায় এখনো পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, রামপুরহাট কাণ্ডে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্য, এমনটাই দাবি করেছেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রিপোর্ট তলব করা হয়েছে। শীঘ্রই রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসতে পারে বলেও দাবি করেছেন BJP নেতা সুকান্ত মজুমদার।