IPL 2022, CSK v KKR: Two new captains usher in a new era

IPL 2022: শুরুতেই KKR বনাম CSK! শনিবার কখন, কোথায়, কোন চ্যানেলে দেখবেন, জানুন বিস্তারিত

আইপিএলের ফার্স্ট ডে ফার্স্ট শো-য়ে মুখোমুখি কেকেআর এবং সিএসকে। আর ওয়াংখেড়ের রুদ্ধশ্বাস সেই লড়াই ঘিরে এখনই উত্তেজনায় ফুটছে ক্রিকেট মহল।

গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ইয়ন মর্গ্যানের কেকেআরকে ২৭ রানে হারিয়ে ট্রফি জিতে সেরার সেরা আসন দখল করে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। গ্যালারিতে ২৫ শতাংশ দর্শক উপস্থিত থাকবে। তবে দুই দলেরই নেতৃত্বে বদল ঘটে গিয়েছে। কেকেআর যেমন গত মরশুমের পরেই ছেঁটে ফেলেছিল মর্গ্যানকে। নিলামের টেবিলে বিশ্বকাপজয়ী ইংরেজ দলনেতা পরে দলই পাননি। নাইটদের নতুন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে, আইপিএল শুরুর মাত্র ৪৮ ঘন্টা আগে চেন্নাইয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধোনি। নেতৃত্ব তুলে দিয়েছেন সতীর্থ রবীন্দ্র জাদেজার হাতে।

কেমন হতে পারে গতবারের রানার্স-আপদের প্রথম একাদশ? দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক কেকেআরকে।

প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অনুকুল রায়, সুনীল নারিন, বাবা ইন্দ্রজিৎ, শিবম মাভি, টিম সাউদি, প্যাট কামিন্স, অভিজিৎ তোমর, শেলডন জ্যাকসন, নীতীশ রানা, প্রথম সিং, অ্যারন ফিঞ্চ, চামিকা করুণারত্নে, বরুণ চক্রবর্তী, মহম্মদ নবি, রাশিক সালাম, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, আমন খান, অজিঙ্কে রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রমেশ কুমার, স্যাম বিলিংস, অশোক শর্মা, উমেশ যাদব।
সম্ভাব্য একাদশ:
ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব/রমেশ কুমার, বরুণ চক্রবর্তী।
কেকেআর এবং সিএসকে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে। আইপিএলের মেগা ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে (Star Sports Network – Star Sports 1 and Star Sports 1HD, Star Sports Select 1 and Star Sports Select 1HD (Dugout) Star Sports 1 Hindi, Star Sports 1HD Hindi, Star Gold, Star Gold HD, Star Sports 1 Kannada and Suvarna Plus, Star Sports 1 Tamil and Vijay Super, Star Sports 1 Bangla and Jalsha Movies, Star Sports 1 Telugu) সরাসরি দেখা যাবে।