রাজস্থানের সরিস্কা টাইগার রিজার্ভ ফরেস্টে বিশাল আগুন। প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। আগুনে অভয়ারণ্যে থাকা বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীদের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে এসটি-১৭ কোডনেমের একটি বাঘের এলাকাতেই ওই আগুন ক্রমশ ছড়াচ্ছে বলে জানিয়েছেন বনকর্তারা। মঙ্গলবার ভোর থেকে আগুন নিভানোর কাজ চলছে, তবে, এখনও তা নিয়ন্ত্রণ করা যায়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে আগুন নিভানোর কাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনাও।
রিজার্ভ ফরেস্টের আগুন নেভাতে কাজ করে চলেছেন ২০০ বনকর্মী। আগুন নেভাতে কাজে লাগানো হচ্ছে সেনা বাহিনীর ২টি Mi 17 V5 হেলিকপ্টার।
আরও পড়ুন: পাঁচ দিনে চতুর্থবার দাম বাড়ল তেলের, সেঞ্চুরির পথে ডিজেলও
Indian Air Force extends assistance in controlling fire spread over large areas in #Sariska Tiger Reserve #Rajasthan @IAF_MCC has deployed two Mi 17 V5 helicopters for Bambi Bucket ops – operation Underway @SpokespersonMoD @drajaykumar_ias @ROBRajasthan @SWComd_IA @PIBJaipur pic.twitter.com/rITeXfmjYv
— PRO Jaipur MoD (@PRODefRjsthn) March 29, 2022
জেলা প্রশাসন সূত্রে খবর, সিলিসের লেক থেকে এয়ারলিফ্ট করে জল তুলে তার ঢালা হবে রিজার্ভ ফরেস্টে। আগুনের কথা মাথায় রেখে বনাঞ্চলের আসপাশের গ্রামগুলির মানুষজনকে বন্য জন্তুদের উপরে নজর রাখতে বলা হচ্ছে পুলিসের তরফে। কারণ আগুনের গ্রাস থেকে বাঁচতে লোকালয়ে চলে আসতে পারে জীবজন্তুরা। আগুন নেভানোর কাজ তদারকি করছেন ফরেস্ট অফিসার আর এন মিনা। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, বাতাসের জন্য আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে। তাই হেলিকপ্টারের সাহায্য চাওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই অপারেশন এখনও জারি রয়েছে। জঙ্গলের কাছাকাছি অবস্থিত তিনটি গ্রামকে সতর্ক করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বাতাসের বেগের কারণে ওই আগুন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।
আরাবল্লী পর্বতমালার পাহাড় এবং সরু উপত্যকা জুড়ে ছড়িয়ে রয়েছে সরিস্কা অভয়ারণ্য। এই জঙ্গল প্রধাণত শুষ্ক প্রকৃতির এবং এখানকার গাছপালা সকলই পর্ণমোচী। অর্থাৎ, শীতকাল জুড়ে প্রচুর শুকনো পাতা ঝরে পড়ে এই বনের মাটিতে। গত কয়েকদিন ধরে যে তীব্র দাবদাহ চলছে রাজস্থানে, তার থেকেই কোনওভাবে এই আগুন লেগেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অরণ্যে ২০টি বাঘ রয়েছে। এছাড়াও, চিতাবাঘ, বন্য কুকুর, বন্য বিড়াল, হাইনা এবং শেয়াল-সহ অসংখ্য মাংসাশী প্রাণীর আবাসস্থল এই জঙ্গল।
আরও পড়ুন: Gold Rate In Kolkata: হু হু করে কমল সোনার দাম, সস্তা হয়ে গেল রুপোও