রামপুরহাট কাণ্ড (Rampurhat Arson) নিয়ে বুধবার রিপোর্ট পেশ করেছে বিজেপির (BJP) কেন্দ্রীয় কমিটি। যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। আর এরপরই বিজেপির (BJP) বিরুদ্ধে খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ‘আমার জেলা সভাপতিকে গ্রেফতার করতে চাইছে ওঁরা’।
মমতার উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিন, বুধবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিজেপি তদন্ত রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মমতা বলেন, ‘‘ওরা রিপোর্টে আমার জেলা সভাপতির নাম করেছে। এটা খুব খারাপ। তদন্ত না করে কী করে আমার জেলা সভাপতির নাম উল্লেখ করতে পারে? তার মানে ওকে গ্রেফতার করতে চায়! এটা তো ব্যক্তিগত শত্রুতার ব্যাপার হয়ে যাচ্ছে। সবাইকে গ্রেফতার করতে চায়। যাঁরাই বিজেপি-র বিরোধিতা করছে, ওরা সবাইকে গ্রেফতার করতে চায়। এ ভাবেই সবার মুখ বন্ধ করতে চাইছে বিজেপি। আমি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের তীব্র নিন্দা করছি।’’
আরও পড়ুন: Burdwan Blast: বাগান পরিস্কারের সময়ে আচমকাই বিকট শব্দ! কেঁপে উঠল বাহির সর্বমঙ্গলা পাড়া
সিবিআই তদন্ত যখন চলছে, তখন বিজেপি কী ভাবে পৃথক অনুসন্ধান চালিয়ে তার রিপোর্ট পেশ করতে পারে? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা সিবিআই-কে পূর্ণ সহযোগিতা করছি। কিন্তু এ ব্যাপারে আমার একটা পর্যবেক্ষণ আছে। তদন্ত যখন চলছে, তখনই এই সমস্ত রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে। তদন্তকে দুর্বল করবে। রাজনৈতিক কারণে তদন্তের অপব্যবহার হচ্ছে। আমি এই ধরনের কাজের তীব্র নিন্দা করছি। সরকারকে অবশ্যই দেখতে হবে যে, ক্ষমতার এমন অপব্যবহার তদন্তকে ভুল পথে চালিত করবে। মানুষ তদন্তকারী সংস্থার উপর বিশ্বাস হারাবেন।’’
দল ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি করে মমতা বলেন, ‘‘দলের সভাপতি একটা কথা বলবেন। সরকার একটা বলবে। দল আর সরকার এক নয়।’’ তার পরই মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকার সিবিআই-কে সমস্ত রকম সহযোগিতা করছে। কিন্তু তদন্ত চলাকালীন এই ধরনের রিপোর্ট তদন্তকেই দুর্বল করবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: Weather Update: মার্চেই বঙ্গে তীব্র দহন, জারি হল তাপ প্রবাহের সতর্কতা